Published : 22 Jun 2025, 03:49 PM
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক প্রতিভা নিয়োগের খোঁজ অব্যাহত রেখেছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
ইলায়া সুটস্কেভারের তিন হাজার দুইশো কোটি ডলারের এআই স্টার্টআপ ‘সেইফ সুপারইনটেলিজেন্স’ কিনতে না পারলেও এবার ওই কোম্পানির সিইও’কে ‘ভাগিয়ে আনার’ চেষ্টা করছে মেটা।
বৃহস্পতিবার আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, সাম্প্রতিক মাসগুলোতে ‘সেইফ সুপারইনটেলিজেন্স’কে অধিগ্রহণ করার চেষ্টা চালিয়েছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি। এ স্টার্টআপটির সহ-প্রতিষ্ঠাতা চ্যাটজিপিটি’র নির্মাতা ওপেনএআইয়ের সাবেক প্রধান বিজ্ঞানী ইলায়া সুটস্কেভার।
সিএনবিসি-র প্রতিবেদনে লিখেছে, শেষ পর্যন্ত মেটার প্রস্তাবে রাজি হননি সুটস্কেভার। তবে এখন স্টার্টআপটির সহ-প্রতিষ্ঠাতা ও ‘সেইফ সুপারইনটেলিজেন্স’-এর সিইও ড্যানিয়েল গ্রস’কে নিজের কোম্পানিতে নিয়োগের বিষয়ে আলোচনা করছে মেটা।
এ সপ্তাহের শুরুতে আমেরিকান নিউজ মিডিয়া ইনফরমেশন প্রতিবেদনে লিখেছে, কেবল গ্রস নয়, বরং ‘গিটহাব’-এর সাবেক সিইও ন্যাট ফ্রিডম্যানকেও নিয়োগের চেষ্টা করছে ফেইসবুকের মূল কোম্পানিটি।
ফ্রিডম্যান ও গ্রসের যৌথ উদ্যোগে তৈরি কোম্পানি ‘এনএফডিজি’তেও অংশীদার হচ্ছে মেটা, যেটি এরইমধ্যে ‘পারপ্লেক্সিটি’ ও ‘ক্যারেক্টার ডটএআই’-এর মতো বড় এআই স্টার্টআপে বিনিয়োগ করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
গ্রস ও ফ্রিডম্যান মেটায় যোগ দিলে তারা মেটার ‘এআই সুপারইনটেলিজেন্স’ ল্যাবকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, এআই গবেষণা ল্যাব পরিচালনা ও বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ লোক তারা।
এ ছাড়া, এ মাসের শুরুতে মেটা ঘোষণা করেছে, এআই সটার্টআপ ‘স্কেল এআই’-এর সিইও আলেকজান্দ্রা ওয়াং ও তাদের ডেটা লেবেলিং স্টার্টআপের বেশ কয়েকজন নির্বাহীও যোগ দিচ্ছেন মেটায়।
টেকক্রাঞ্চ লিখেছে, সব মিলিয়ে নিজেদের এআই বিভাগকে অনেক বড় পরিসরে ঢেলে সাজানোর পথে এগোচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।