Published : 13 Dec 2023, 09:30 AM
ইসরায়েল হামাস যুদ্ধ সম্পর্কে জানতে যদি আপনি গত কয়েকমাসে গুগলে খোঁজ করে থাকেন, তবে আপনি একা নন।
এই সার্চ জায়ান্ট প্রতি বছরের মতো এবারও বছরের ট্রেন্ডিং সব অনুসন্ধান নিয়ে ‘ইয়ার ইন সার্চ’ প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুসারে, গোটা বিশ্বের মানুষ গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলা ও পরবর্তীতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে সবচেয়ে বেশি অনুসন্ধান চালিয়েছে।
যুক্তরাষ্ট্রে ও বিশ্বব্যাপী বছরের ট্রেন্ডিং সংবাদ তালিকার শীর্ষে ছিল “ইসরায়েল-গাজা যুদ্ধ”। কেবল যুক্তরাষ্ট্রে ‘কী’ বা ‘কেন’ দিয়ে শুরু হওয়া প্রশ্নের শীর্ষে ছিল ‘হামাস কী?’, ‘ইসরায়েলে কী হচ্ছে?’, ‘কেন আক্রমণ করেছে হামাস?’।
ডুবোযান টাইটান, যা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সমুদ্রযাত্রায় বিস্ফোরিত হয়ে ব্যাপক আলোচিত হয়েছিল, রয়েছে ট্রেন্ডিং সংবাদের দ্বিতীয় স্থানে। এরপরেই রয়েছে গত ফেব্রুয়ারিতে তুরষ্ক সিরিয়ায় হওয়া বিধ্বংসী ভূমিকম্প, যার ফলে প্রায় ৫০ হাজার মানুষ মারা গিয়েছে।
গুগলের বার্ষিক ‘ইয়ার ইন সার্চ’ এমন ব্যক্তিবর্গ ও ঘটনার একটি ‘স্ন্যাপশট’ যা কৌতূহলী করে তোলা ও মনোযোগ আকর্ষণ করা বিষয়গুলোকে এক তালিকায় নিয়ে এসেছে।
গুগলের তথ্য অনুসারে, যুদ্ধের মতো বড় ঘটনার পাশাপাশি আমেরিকান ফুটবল লিগ এনএফএল-এর খেলা চলাকালীন খেলোয়াড় ডামার হ্যামলিনের কার্ডিয়াক অ্যারেস্ট, বিখ্যাত সিরিজ ‘ফ্রেন্ডস’-এর অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যু, এবং কাছাকাছি সময়ে প্রকাশিত বহুল আলোচিত দুটি সিনেমার মিশেল ‘বার্বেনহাইমার’ হল আরও কিছু ঘটনা যা নিয়ে ২০২৩ সালে প্রচুর অনুসন্ধান করেছে লোকজন।
হ্যামলিন, যিনি অ্যামেরিকান ফুটবল দল ‘বাফেলো বিলস’-এর ‘সেইফটি’ হিসেবে খেলতেন, তার গুরুতর আঘাত এনএফএল-এর নিরাপত্তা বিতর্ককে ফের জাগিয়ে তুলেছে, তিনি গুগলে ট্রেন্ডিং ক্রীড়াবিদদের তালিকার শীর্ষে রয়েছেন।
অন্যান্য যারা এ বছরের তালিকায় রয়েছেন উপরের সারিতে তাদের মধ্যে যথাক্রমে রয়েছেন মার্কিন অভিনেতা জেরেমি রেইনার, যিনি বছরের শুরুতে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
নারীবিদ্বেষী ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেইট, বিখ্যাত ফরাসী ফুটবল খেলোয়াড় কিলিয়ান এমবাপে ও আরেক এনএফএল তারকা ট্রাভিস কেলচি, সঙ্গীতশিল্পী টেইলর সুইফটের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশ পাওয়ার পর থেকেই বার বার শিরোনাম হয়েছেন তিনি।
এ বছর কিছু মানুষের মৃত্যু নাড়া দিয়েছে ভক্তদের মন, তাদের নামও প্রকাশ করেছে গুগল, যার মধ্যে রয়েছেন ‘কুইন অফ রক অ্যন্ড রোল’ খ্যাত গায়িকা টিনা টার্নার, বিখ্যাত অভিনেতা ম্যাথিউ পেরি ও আইরিশ সঙ্গীতশিল্পী শেনেইড ও’কনর।
ওয়ার্নার ব্রাদার্স-এর সিনেমা ‘বার্বি’ ও বিখ্যাত পরিচালক ক্রিস্টফার নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’ রয়েছে গুগলের ট্রেন্ডিং সিনেমা তালিকার শীর্ষে, ঠিক তার পরেই রয়েছে শাহরুখ খান অভিনিত বলিউড ব্লকবাস্টার ‘জাওয়ান’, রোমাঞ্চকর ক্রাইম থ্রিলার ‘সাউন্ড অফ ফ্রিডম’ আর অ্যাকশন থ্রিলার সিনেমা ‘জন উইক: চ্যাপ্টার ৪’।
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এইচবিও’র অ্যাকশন সারভাইভাল ড্রামা সিরিজ ‘দ্য লাস্ট অফ আস’, স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের ‘ওয়েনসডে’ আর ‘জিনি অ্যান্ড জর্জিয়া’ যথাক্রমে রয়েছে ট্রেন্ডিং টিভি শো’র শীর্ষে।
এদিকে, জাপানি জুটি ইয়োসোবির গান “আইডল” ও মার্কিন গায়ক জেসন অ্যাল্ডিয়েনের বিতর্কিত “ট্রাই দ্যাট ইন আ স্মল টাউন” গান অনুসন্ধানের শীর্ষে রয়েছে।
মার্কিন টিভি চ্যানেল সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, এ বছরের ট্রেন্ডগুলোতে দেখা গেছে আমাদের ভাষার ব্যবহার ও যোগাযোগের ধরনে এসেছে পরিবর্তন । ২০২৩ সালে অক্সফোর্ডের সেরা শব্দ নির্বাচিত হয়েছে “রিজ”, যা মানুষের ‘ক্যারিশমা’ কে নির্দেশ করে, এবং ‘অপবাদের সংজ্ঞা’ অনুসন্ধানে শীর্ষে ছিল শব্দটি, এই ক্যাটেগরিতে আরও ছিল ‘ইটস গিভিং’, ‘ক্রিঞ্জ’, আর ‘নো প্রিন্টার’।