Published : 04 Dec 2023, 03:16 PM
সম্প্রতি সপ্তাহগুলোতে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং এর পরবর্তী বিশেষ উন্মোচন ‘গ্যালাক্সি এস২৪’ সিরিজের বিভিন্ন খবর শোনা গেলেও এবার তথ্যের দরজা যেন একেবারে উন্মুক্ত হয়ে গিয়েছে। ওই সিরিজের তিনটি ডিভাইসের রেন্ডার, রংসহ ফাঁস হয়েছে বিভিন্ন ফিচার।
এসব তথ্য উন্মোচন করেছে প্রযুক্তি বিষয়ক রোমানিয়ার নির্ভরযোগ্য সাইট উইন্ডোজ রিপোর্ট। প্রযুক্তি প্রেমিকদের কাছে এর মানে হচ্ছে, ফিচারগুলো সম্পর্কে দ্বিধা করার সুযোগ সম্ভবত কম।
প্রযুক্তিবিষয়ক সাইট টেক রেডারের প্রতিবেদন অনুযায়ী, এই সিরিজের ফোনের সম্ভাব্য উন্মোচন তারিখ ২০২৪ সালের ১৭ জানুয়ারি।
স্যামসাং ‘গ্যালাক্সি এস২৪’ ডিভাইসটির প্রকাশিত তথ্য তালিকা অনুসারে এতে থাকছে এক্সিনস ২৪০০ প্রসেসর, ৮জিবি র্যাম, ১২০ হার্টজের রিফ্রেশ রেটওয়ালা ছয় দশমিক ২ ইঞ্চি স্ক্রিন।
ডিভাইসটির পেছনে থাকছে ট্রিপল লেন্স ক্যামেরা, যার মধ্য রয়েছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স আর ১০ মেগাপিক্সেলের ৩গুণ জুম সমৃদ্ধ টেলিফটো ক্যামেরা লেন্স। এ ছাড়াও ৪০০০ মিলিঅ্যাম্প-আওয়ার ব্যাটারিসহ, ১২৮জিবি/২৫৬ জিবি/৫১২ জিবির ৩টি ভ্যারিয়েন্টের পূর্ভাবাস রয়েছে।
ডিভাইসটি কালো, ধূসর, বেগুনি ও হলুদ এই চারটি রঙে সম্ভবত আসবে। গ্যালাক্সি এস২৪ প্লাসের ক্ষেত্রেও রংগুলো একই।
তবে, পার্থক্য রয়েছে কয়েকটি ফিচারে, যেমন ‘এস২৪ প্লাসে’ থাকছে ১২ জিবি র্যাম, ছয় দশমিক ৭ ইঞ্চির স্ক্রিন, থাকছে না ১২৮ জিবি ভারিয়েন্ট। আর মূল পার্থক্য প্রসেসরে, এখানে থাকছে কোয়ালকমের স্ম্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর।
নতুন ‘আল্ট্রা’ ফোন
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা’র ক্ষেত্রেও একই রঙের তথ্য মিলেছে, তবে সেগুলো একটু আলাদা নামের যেমন ‘টাইটেনিয়াম ব্ল্যাক’, ‘টাইটেনিয়াম গ্রে’, ইত্যাদি।
এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে, পূর্বের গুজব অনুযায়ী, সিরিজের ‘সবচেয়ে দামী’ এই ডিভাইসটির শ্যাশিতে অ্যালুমিনিয়ামের পরিবর্তে ব্যবহার করা হবে টাইটেনিয়াম।
অন্যান্য বৈশিষ্টের ক্ষেত্রে উইন্ডোজের রিপোর্টের তালিকা অনুযায়ী এই ডিভাইসে থাকছে ১২০ হার্টজের ছয় দশমিক ৮ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর আর ৫০০০ মিলিঅ্যাম্প-আওয়ার ব্যাটারি। এতে ১২ জিবি র্যামসহ থাকছে ২৫৬ জিবি/৫১২জিবি/১টিবি’র তিনটি আলাদা ভ্যারিয়েন্ট। ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাসহ এতে থাকছে ৪টি লেন্স, ২০০ মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেল ৫গুণ জুম সমৃদ্ধ টেলিফটো লেন্স ও ১০ মেগাপিক্সেল ৩গুন জুম সমৃদ্ধ টেলিফটো লেন্স।
এই সিরিজের পূর্বসুরী মডেল ‘গ্যালাক্সি এস২৩’-এর সঙ্গে নান্দনিকতা অনেকটা মিলে যায়, যদিও পূর্ভাবাস অনুসারে ‘গ্যালাক্সি এস ২৪’ সিরিজের ফোনগুলোতে ‘আরও সমতল স্ক্রিন’ থাকার সম্ভাবনা রয়েছে।
এর মানে কি ডিসপ্লের কিনারায় কার্ভ কমিয়ে আনা হচ্ছে? জানা যাবে ফোনটি নিয়ে স্যামসাংয়ের আনুষ্ঠানিক ঘোষণার পর। আর ‘অ্যাম্বার’ হলুদ ও ‘টাইটেনিয়াম’ হলুদ রং দুটিও নতুন সংযোজন।
এ ছাড়াও, গ্যালাক্সি এস ২৪ ও গ্যালাক্সি এস ২৪ প্লাসে মডেলের ভিত্তিতে এক্সিনস ও স্ন্যাপড্রাগনের আলাদা প্রসেসরের বিষয়টিও আকর্ষণীয়, এর আগে এই বিভাজন এসেছিল অঞ্চলভেদে।