Published : 16 Apr 2023, 02:22 PM
স্পেসএক্স’কে মহাকাশে স্টারশিপের প্রথম উৎক্ষেপণ পরীক্ষা চালানোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)’।
শুক্রবার বিকেলে এফএফএ’র যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাস থেকে এই রকেট কোম্পানির পরবর্তী প্রজন্মের রকেট উৎক্ষেপণের লাইসেন্স দেওয়ার বিষয়টি উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকার প্রতিবেদনে।
“বিস্তৃত এক লাইসেন্স মূল্যায়ন প্রক্রিয়ার পর এফএএ নিশ্চিত হয়েছে, স্পেসএক্স সকল নিরাপত্তা, পরিবেশ, নীতি, পেলোড, আকাশসীমা সমন্বয় ও আর্থিক দায়িত্বের প্রয়োজনীয়তা পূরণ করেছে।” --এক বিবৃতিতে বলেছে সংস্থাটি।
“এই লাইসেন্সের মেয়াদ থাকবে পাঁচ বছর পর্যন্ত।”
শুক্রবার পর্যন্ত স্পেসএক্স বলেছে, তারা এই বহুল প্রতীক্ষিত পরীক্ষা চালাতে পারে সোমবার সকালে, যেখানে উৎক্ষেপণের জন্য নির্ধারিত সময় ধরা হয় স্থানীয় সময় সকাল সাতটা।
সোমবারের উৎক্ষেপণের জন্য আবহাওয়ার পূর্বাভাস ইতিবাচকই দেখা যাচ্ছে, যেখানে মৃদু বাতাসের পাশাপাশি পরিষ্কার আকাশও প্রত্যাশিত। আর উৎক্ষেপণ পেছালেও বিকল্প দিন হিসেবে মঙ্গলবার ও বুধবার পাবে কোম্পানিটি।
এই অবস্থায় পৌঁছানো স্পেসএক্স-এর জন্য দীর্ঘ সময়ের পথ ছিল। প্রযুক্তিগত বিভিন্ন বাধা অতিক্রমের পাশাপাশি কোম্পানির ‘বোকা চিকা’ ফ্যাসিলিটিকে ব্যাপক পরিবেশগত মূল্যায়নের মধ্যেও ফেলেছে এফএএ।
Targeting as soon as Monday, April 17 for the first flight test of a fully integrated Starship and Super Heavy rocket from Starbase in Texas → https://t.co/bJFjLCiTbK pic.twitter.com/Ry25Uuvknh
— SpaceX (@SpaceX) April 14, 2023
মেক্সিকো উপসাগরের কাছাকাছি অবস্থিত এই উৎক্ষেপণ ঘাঁটি জলাভূমিতে বেষ্টিত। আর এটি লাখ লাখ উপকূলীয় পাখিরও আবাসস্থল।
গত জুনে ওই ফ্যাসিলিটির আশপাশে থাকা জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে স্পেসএক্স’কে ‘৭৫টি কার্যক্রম সম্পূর্ণ করার তালিকা’ দেয় এফএএ। সেগুলো পূরণ করে এখন কোম্পানির স্টারশিপে অবশিষ্ট প্রযুক্তিগত সমস্যাগুলো নিয়ে মনযোগ দেওয়া উচিৎ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।