Published : 16 Feb 2023, 12:32 PM
কম্পিউটার চিপ উৎপাদক যন্ত্র নির্মাতা এএসএমএল অভিযোগ করেছে, এক সাবেক চীনা কর্মী তাদের প্রযুক্তিবিষয়ক তথ্য চুরি করেছেন।
ডাচ এই কোম্পানি নেদারল্যান্ডস এবং মার্কিন কর্তৃপক্ষকে এই লঙ্ঘনের বিষয়টি জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
তবে এএসএমএল বলছে, এই তথ্য চুরি তাদের ব্যবসার জন্য ক্ষতিকর হবে বলে তারা মনে করছে না।
বৈশ্বিক মাইক্রোচিপ সরবরাহ চেইনে অন্যতম গুরুত্বপূর্ণ কোম্পানি হিসেবে এএসএমএল-কে বিবেচনা করা হয়। বিশ্বের সবচেয়ে উন্নত চিপ উৎপাদক যন্ত্র এদেরই তৈরি।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে তিক্ত বাণিজ্য বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে চিপস বা সেমিকন্ডাক্টর। মোবাইল ফোন থেকে শুরু করে সামরিক হার্ডওয়্যার পর্যন্ত সবকিছু চালানোর মূলে রয়েছে বিশেষ এই যন্ত্রাংশ, যার আরেক নাম মাইক্রোচিপ।
এএসএমএল তাদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলেছে, “আমদের নিজস্ব প্রযুক্তি বিষয়ক ডেটার অননুমোদিত অপব্যবহার ঘটেছে এবং এর সঙ্গে চীনের একজন সাবেক কর্মী জড়িত।”
“এই নিরাপত্তা লঙ্ঘনের কারণে রপ্তানি নিয়ন্ত্রণ বিধিমালার লঙ্ঘন হয়ে থাকতে পারে। আমরা অতিরিক্ত প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ নিচ্ছি।”
এএসএমএল তাদের কর্মী বা চুরি হওয়া প্রযুক্তি নিয়ে বিশদ বিবরণ দেয়নি। তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য বিবিসির অনুরোধেও তারা সাড়া দেয়নি। কোনো সাড়া মেলেনি ওয়াশিংটনে চীনা দূতাবাসের কাছ থেকেও।
চীনের বিরুদ্ধে এএসএমএল-এর বুদ্ধিবৃত্তিক সম্পদ (আইপি) লঙ্ঘনের অভিযোগ এবারই প্রথম নয়।
২০২১ সালের বার্ষিক প্রতিবেদনেও কোম্পানিটি বলে, চীনা সেমিকন্ডাক্টর সরঞ্জাম ও সফটওয়্যার নির্মাতা ডংফাং জিংইউয়ান ইলেকট্রন চীনে সক্রিয়ভাবে এমন পণ্য বাজারজাত করছে, যা সম্ভবত এএসএমএলের আইপি অধিকারের লঙ্ঘন।
ডংফাং জিংইউয়ান ইলেকট্রন ওই অভিযোগ অস্বীকার করেছে। বেইজিং-ভিত্তিক কোম্পিানিটির সে সময়ের দাবি ছিল প্রতিবেদনগুলি “তথ্যভিত্তিক নয়”। সেইসঙ্গে প্রয়োজনে মিথ্যা অভিযোগের বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিল চীনা ওই কোম্পানি।
সেমিকন্ডাক্টর শিল্পে বিশ্বব্যাপী প্রধান কোম্পানিগুলো চীনে রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে। মার্কিন প্রযুক্তি বা সফটওয়্যার ব্যবহার করে উৎপাদিত চীনে চিপ রপ্তানির বেলায় বিশেষ অনুমোদন নেওয়ার নিয়ম বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র।
নেদারল্যান্ডস ও জাপানকেও একই ধরনের বিধিনিষেধ আরোপের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
২০১৯ সাল থেকে ডাচ সরকার এএসএমএলকে চীনের কাছে তার সবচেয়ে উন্নত লিথোগ্রাফি মেশিন বিক্রি করা থেকে বিরত রেখেছে।
সিলিকনে আনুবীক্ষণিক নকশা মুদ্রণ করতে লেজার ব্যবহার করে লিথোগ্রাফি মেশিন, যা মাইক্রোচিপ উৎপাদন প্রক্রিয়ার অংশ।