Published : 14 Oct 2023, 05:04 PM
কল অফ ডিউটি গেইমের নির্মাতা কোম্পানি অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণ নিয়ে মাইক্রোসফটকে এবার সবুজ সংকেত দিয়েছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবারের এ সিদ্ধান্তের আগে চুক্তি নিয়ে থাকা পূর্ববতী শঙ্কাগুলো নিয়ে কাজ করেছে মাইক্রোসফট।
অগাস্টে ইউবিসফটের কাছে নিজেদের স্ট্রিমিং স্বত্ব বিক্রি করতে রাজি হয়েছিল অ্যাক্টিভিশন। আর গত মাসে নিয়ন্ত্রকদের উদ্বেগ দূর করে চুক্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় মাইক্রোসফট।
এই অনুমোদনের মাধ্যমে ১৮ অক্টোবরের মধ্যে চুক্তিটি নিশ্চিত করার সুযোগ পেল মাইক্রোসফট। যুক্তরাজ্যের অনুমোদন নিশ্চিত করতে গেল জুলাইয়ে চুক্তিটি তিন মাসের জন্য পেছানো হয়।
যুক্তরাজ্যের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা ‘সিএমএ’ বলেছে, স্ট্রিমিং স্বত্ব ছেড়ে দেওয়া মাইক্রোসফটের জন্য ‘গেইমচেঞ্জার’ হিসেবে কাজ করেছে। সংস্থাটি আরও যোগ করে, তারাই বিশ্বের একমাত্র সংস্থা, যারা এমন সিদ্ধান্ত দিয়েছিল।
“নতুন চুক্তির কারণে প্রতিদ্বন্দ্বী ক্লাউড গেইমিং প্ল্যাটফর্মগুলোর লাগাম টেনে ধরতে পারবে না মাইক্রোসফট। আর বিভিন্ন পরিষেবায় যুক্তরাজ্যের ক্লাউড গেইমারদের জন্য প্রতিযোগিতামূলক দাম থাকার বিষয়টিও নিশ্চিত হবে এতে।”
২০২২ সালের শুরুতে ছয় হাজার নয়শ কোটি ডলারে এ ঐতিহাসিক গেইমিং চুক্তির ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। তবে, এপ্রিলে এ চুক্তিতে বাধা দেয় সিএমএ। সংস্থাটির যুক্তি ছিল, এর ফলে নবাগত ক্লাউড গেইমিংয়ের বাজারে মাইক্রোসফটের একচেটিয়া রাজত্ব করার ঝুঁকি তৈরি হচ্ছে।
সিএমএ’র প্রধান নির্বাহী সারাহ কারডেল বলেন, “মাইক্রোসফটের কাছে আমাদের পরিষ্কার বার্তা ছিল যে আমাদের বিভিন্ন শঙ্কা নিয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ না নিলে আমরা এ চুক্তি আটকে দেব।”
তিনি আরও বলেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদায় নেওয়ার পর আগের চেয়ে বেশি ক্ষমতা পাওয়া নিয়ন্ত্রক সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে ‘কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই’। আর এতে ‘কর্পোরেট লবিয়িং’ও কাজ করেনি।
“মাইক্রোসফটের সঙ্গে সিএমএ’র কার্যক্রম নিয়ে বিভিন্ন ব্যবসা ও তাদের উপদেষ্টাদের সন্দেহের কোনো অবকাশ নেই।” --বলেন তিনি।
“আমাদের প্রাথমিক তদন্ত চলাকালীন চুক্তিটি পুনর্গঠনের সুযোগ পেয়েছিল মাইক্রোসফট। তারা এর বিকল্প পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানালেও আমরা তাতে সায় দেইনি।”
মাইক্রোসফট বলেছে, সিএমএ’র বিশদ পর্যালোচনা ও সিদ্ধান্তের জন্য তারা কৃতজ্ঞ।
“আমরা নিয়ন্ত্রকদের জটিলতা পেরিয়ে এ অধিগ্রহণ সম্পন্ন করতে যাচ্ছি। আমাদের বিশ্বাস, এটি গেইমার ও বৈশ্বিক গেইমিং শিল্পের জন্য লাভজনক হবে।” --বলেন মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ।
অ্যাক্টিভিশন বলেছে, “সিএমএ’র আনুষ্ঠানিক অনুমোদন মাইক্রোসফটের সঙ্গে আমাদের ভবিষ্যতের জন্য খুবই ভালো খবর। আর এক্সবক্স দলের অংশ হতে মুখিয়ে আছি আমরা।”