Published : 05 Oct 2023, 05:12 PM
প্রতিবন্ধী গেইমারদের জন্য যথেষ্ট সুবিধা রাখছে না ভিডিও গেইম নির্মাতারা --এমনই উঠে এসেছে গবেষণায়।
মানসিক ও শারীরিক প্রতিবন্ধিতার শিকার পাঁচশ প্রাপ্তবয়স্ক গেইমারের ওপর চালানো এক জরিপে ৮১ শতাংশই অভিযোগ তুলেছেন, বিভিন্ন ফিচারে প্রবেশের সুযোগ না থাকায় তারা পছন্দের গেইম খেলা থেকে বঞ্চিত।
গেইমারদের সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে রয়েছে কাস্টমাইজযোগ্য কন্ট্রোল অপশনের ঘাটতি (২১ শতাংশ), পড়তে অসুবিধা হয় এমন লেখা (৩৩ শতাংশ), দ্রুতগতির গেইমপ্লে (৩৪ শতাংশ) ও খালি চোখে লাগে এমন আলোর ‘ইফেক্ট’ (৩১ শতাংশ)-এর মতো বিষয়াদি। আর এসব কারণে তাদের ৩৯ শতাংশই গেইম খেলা ছেড়ে দিয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেন্ডেন্ট।
স্যামসাংয়ের ওই জরিপে আরও উঠে আসে, ৫২ শতাংশ গেইমার তাদের সীমাবদ্ধতার প্রতিনিধিত্ব করে এমন চরিত্র গেইমে দেখতে চান। আর এমনটি ঘটলে তারা গেইম খেলা বাড়িয়ে দেবেন বলে উঠে এসেছে প্রতিবেদনে।