Published : 23 Dec 2023, 01:56 PM
চীন ও ইউরোপের মধ্যে উচ্চগতির যাতায়াতব্যবস্থা তৈরির স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল মার্কিন পরিবহন কোম্পানি ‘হাইপারলুপ ওয়ান’। সর্বশেষ খবর হল, কোম্পানির সে লক্ষ্যমাত্রা আর পূরণ হচ্ছে না।
হাইপারলুপ ওয়ানের অন্যতম লক্ষ্য ছিল একদিনের মধ্যেই পণ্যসামগ্রী দীর্ঘ দূরত্বে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিতে পারা।
হাইপারলুপ ওয়ান বন্ধ হয়ে যাওয়া নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন বাণিজ্য সংবাদের সাইট ব্লুমবার্গ। এর পরপরই প্রযুক্তি সাইট এনগ্যাজেটকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানির এক কর্মী।
হাইপারলুপ পরিবহন প্রযুক্তি তৈরির লক্ষ্য নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন ইলন মাস্ক। এর পরপরই ২০১৪ সালে কোম্পানিটির পত্তন ঘটে।
এর মূল পরিকল্পনা ছিল, এমন পরিবহন সেবা দেওয়া, যেখানে ধাতব টিউবের মধ্যে ভাসমান পডের সাহায্যে অসম্ভব দ্রুতগতিতে মানুষ বা পণ্য আনা-নেওয়া করা যাবে।
২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত কোম্পানিটি ‘ভার্জিন হাইপারলুপ ওয়ান’ নামে পরিচিতি পেয়েছে। এর কারণ ছিল, ভার্জিন গ্রুপের মালিক রিচার্ড ব্র্যানসনের কোম্পানিতে বিনিয়োগ। তবে, গত বছর কেবল কার্গোভিত্তিক সেবায় মনযোগ দেওয়ার লক্ষ্যে অনেকটা নিভৃতেই কোম্পানি থেকে নিজস্ব ব্র্যান্ডের নাম সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় ভার্জিন। ফলে, বছরের শুরুতে কোম্পানির একশ’র বেশি কর্মী ছাঁটাই করতে বাধ্য হয় হাইপারলুপ ওয়ান।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছু সময় ধরেই কোম্পানিতে আর্থিক টানাপোড়েন চলছে। এ ছাড়া, কোম্পানিটি হাইপারলুপ ব্যবস্থা তৈরির উদ্দেশ্যে কোনো চুক্তিও করতে পারেনি। এরইমধ্যে, বিদ্যমান সিংহভাগ কর্মীই ছাঁটাই করেছে কোম্পানিটি। আর বাকিদেরকেও ৩১ ডিসেম্বরের মধ্যে ছাঁটাই করা হবে বলে উঠে এসেছে প্রতিবেদনে।
এর আগ পর্যন্ত তারা হাইপারলুপ ওয়ানের সম্পদ দেখাশোনা করবেন, যার মধ্যে রয়েছে কোম্পানির যন্ত্রপাতি ও বিভিন্ন ‘টেস্ট ট্র্যাক’।