০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
বাজেট উপস্থাপনের পরদিন রেওয়াজ মেনে সংবাদ সম্মেলনে আসেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠিত এ আয়োজনে তিন উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিআইএন সনদ দিয়ে মিলবে ই-কমার্স ব্যবসার লাইসেন্সও।
২০১৫ সালের পর আর বেতন কাঠামো হয়নি। এ কারণে মহার্ঘ ভাতার বিষয়টি আলোচনায় আছে।
অডিটসংক্রান্ত জটিলতা নিরসনে এ বিষয়ক বিধান প্রতিস্থাপনের কথা বলা হয়েছে বাজেটে।
তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন প্রস্তাব করেছেন উপদেষ্টা।
পণ্য বিক্রি কমিশনের ওপর ভ্যাটের হার ১০ শতাংশ পয়েন্ট বাড়ানো হয়েছে।
আমদানি শুল্ক শূন্য শতাংশ করার প্রস্তাব করা হয়েছে ১১০টি পণ্যে।
অর্থ উপদেষ্টা বলেন, “বিরাট আশ্বাস দেব না যেটা বাস্তবায়ন করা যাবে না। আমরা মূল্যস্ফীতি, কর্মসংস্থান, ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি এবং প্রাইভেট সেক্টরকে মাথায় রেখে বাজেট প্রণোয়ন করছি।”