বর্ষায় অপরূপ হাওর
হুটহাট বৃষ্টিতে ঘোলা হয়ে আসা দুই তীর; চারদিকে সবুজের হাতছানি আর মাঝে বিপুল জলরাশি- এমন অপরূপ দৃশ্য দেখতে হলে ছুটে যেতে হবে হাওরে। বর্ষায় চোখজুড়ানো হাওরের একটি অষ্টগ্রামের বড় হাওর। বর্ষার পানিতে অষ্টগ্রামের হাওর যে রূপ নেয় তা শুকনো মৌসুমে বোঝাই দুষ্কর।