Published : 19 Sep 2015, 08:34 PM
শনিবার সকালে উপজেলার কাগজি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা।
মৃত সাদু ও নওয়ালী ওই গ্রামের হুমায়ন কবিরের সন্তান।
ওসি কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে শিশুদের মা কাপড় ধোয়ার জন্য বাড়ির পেছনে হাওরের ঘাটে যান।
এ সময় মায়ের অজান্তেই ছেলে সাদু ও নওয়ালী তার পিছু পিছু যাওয়ার সময় পানিতে পড়ে যায়। পরে মৃতদেহ ভাসতে দেখে স্বজনরা তাদের উদ্ধার করে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।