Published : 01 Jul 2016, 09:33 PM
শুক্রবার দুপুরে আদমপুর বাজারে এ সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি দোকানে ভাংচুরের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়াম্যান ফজলুল করিম বাদল ও অপর নেতা মন্নাফ মিয়ার বিরোধের কারণে গত ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কেউ চেয়ারম্যান পদে দল থেকে মনোনয়ন পাননি।
নির্বাচনে দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মন্নাফ মিয়া জয়লাভ করেন।
নির্বাচনে জয়-পরাজয়কে কেন্দ্র করে এ দুজনের সর্থকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। এর জের ধরে দুপুরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে জানান তারা।
অষ্টগ্রাম থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা জানান, বেলা ২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ২৫ জন আহত হয়। এসময় বাজারের ৩০টির মতো দোকান ভাংচুর হয়।
পুলিশ পরিস্থিতি আনতে ১২ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে বলে জানান ওসি।
ওসি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে; ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।