০২ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আপাতত অন্য হাসপাতালের চক্ষুবিভাগে চিকিৎসা নেওয়ার পরার্মশ দিয়েছে।
এর আগে ‘বিষপানে’ আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তি চারজনও তাদের সঙ্গে ছিলেন।
তাদের অভিযোগ, তাদের দিকে সরকারের ‘নজর নেই’; সরকারের লোকজন 'বাটপার'। এর আগে আন্দোলন করা আহতদের আরেকটি অংশকে ‘দালাল’ বলেও তারা আখ্যায়িত করছেন।
জানুয়ারির শেষ সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন; দুজনের ক্ষতিগ্রস্ত চোখে উন্নতির আশা ’কম’ বলেছেন চিকিৎসকরা।
ইসির সিনিয়র সচিব বলেন, জুলাই আন্দোলনে যারা কৃতিত্বের অধিকারী তাদের জন্য আজকের এ ছোট উপহার।
“আমরা চাই অন্তত চারজন উপদেষ্টা এখানে আসুন, আমাদের দুঃখ কষ্টের কথা শুনে যান,” দাবি তাদের।