কালো টাকা বৈধকরণের সুযোগ—হতাশ প্রান্তিক মানুষও
‘টাকার রং কি কালো হয়’—প্রান্তিক মানুষের এ বিস্ময়ের ভেতরেই লুকিয়ে আছে রাষ্ট্রীয় অন্যায়ের প্রতিচ্ছবি। বাজেটে কালো টাকা বৈধ করার সুযোগ কি অর্থনীতিকে সঠিক পথে পরিচালিত করতে পারে, নাকি কেবল দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়—এই প্রশ্ন অর্থনীতিবিদদের।