Published : 05 Jun 2025, 03:32 PM
কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাটগুলোতে বড় গরুর চাহিদা না থাকার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, এবার পকেটে দুর্নীতির টাকা ‘না থাকায়’ বড় গরু কিনতে পারছে না।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে হলো, দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখনতো দুর্নীতির টাকা নাই। এখন এজন্য বড় গরু কিনতে পারতাছে না।
“দুর্নীতিবাজ যাদের কাছে টাকা ছিল, কালো টাকা ছিল, তারাতো বড় বড় গরু কিনত। এখনতো বড় গরু কিনা কঠিন।
তবে যাদের ‘সৎ’ পয়সা আছে তারাও অনেকে বড় গরু কিনবে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “সৎ পয়সার বহু লোক আছে, বড় বড় ব্যবসায়ী, তারা বড় গরু কিনবে।”
এর আগে তিনি গাবতলী পশুর হাট পরিদর্শনকালে বেপারী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গরুর দাম ‘মোটামোটি যৌক্তিক’ মন্তব্য করে জাহাঙ্গীর আলম বলেন, “দাম এখানে গতবারের থেকেও মনে হল একটু কম। পর্যাপ্ত গরু আছে, যারা গরু কিনবে তাদের কোন অসুবিধা হবে না।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে আমিতো ভাল দেখলাম। আপনারা বলেন নিরাপত্তার কোনো ঘাটতি আছে কি-না।
“আইশৃঙ্খলা পরিস্থিতি আমি বলব মাশাল্লাহ খুব ভালো আছে। এটা যেন অব্যাহত থাকে এজন্য আপনাদের সবার সহযোগিতা দরকার।”
ঈদের ছুটিতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভালো থাকবে’ দাবি করে উপদেষ্টা বলেন, “ঈদে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি মাশাল্লাহ খুবই ভালো থাকবে। আপনারা সবাই ছুটিতে চলে গেলেও আমাদের ইউনিফর্ম বাহিনী কিন্তু থাইকা যাইতাছে। এজন্য কোন অসুবিধা হবে না।”
কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত যানজটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “এই জায়গাটায় একটু যানজট আছে, এই যানজটটা কিছুক্ষণের মধ্যেই কমে যাবে।”
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা গাবতলী বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করে যাত্রীদের খোঁজখবর নেন ও বিভিন্ন পরিবহনের টিকেট কাউন্টার ঘুরে দেখেন।
সাংবাদিকদের তিনি বলেন, “আমি যতটুকু ঘুরলাম দেখলাম, কেউ বাড়তি ভাড়া নেয়নি। বাড়তি ভাড়ার অভিযোগ পাইনি।”
মহাসড়কে যানজটের বিষয়ে উপদেষ্টা বলেন, “ব্যবস্থা পর্যাপ্ত নেওয়া হইছে। তারপরেও ধরেন, যেহেতু বৃষ্টি বাদলের সময়, এভাবেও একটু যানজট হয় আমাদের দেশে। যেহেতু ক্রমাগত বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টি একটু কমে গেলে আমার মনে হয় না কোথাও কোনো অসুবিধা হবে। রাস্তাঘাট মোটামুটি ভালোই আছে।”
সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে পারি কোনোধরনের সমস্যা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য।”