দেশটা কিন্তু ‘ল-লেস’ হয়ে যায়নি: জুলাই মঞ্চকে পুলিশ
সচিবালয় থেকে ‘ফ্যাসিবাদের’ দোসর আমলাদের অপসারণের দাবিতে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে অবস্থান নেয় জুলাই মঞ্চ। ১৪৪ ধারা রক্ষার অনুরোধ জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, দেশটা কিন্তু ‘ল-লেস’ হয়ে যায়নি। তার পাল্টায় আন্দোলনকারীরা বলেন, ১৬ বছর ল কই ছিল?