০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২
প্রতিনিধি পরিষদে তুমুল বিতর্কের পর বৃহস্পতিবার ২১৮-২১৪ ভোটে পাস হয়েছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’। মঙ্গলবার বিলটি সেনেটে মাত্র ১ ভোটের ব্যবধানে গৃহীত হয়েছিল।
বিল নিয়ে ডেমোক্র্যাটিক মাইনোরিটি হাউজ লিডার হাকিম জেফরিসের দীর্ঘ বক্তব্যে কারণে এটি নিয়ে চূড়ান্ত ভোট অনুষ্ঠানে দেরি হচ্ছে।
সেনেটে বিলটি নিয়ে ২৪ ঘণ্টার বিতর্ক শেষে ভোট হয়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের টাই ব্রেকিং ভোটেই শেষ পর্যন্ত পাস হয় এ বিল।
বিলটি আইনে পরিণত হলে এর হাত ধরে ফেডারেল করের পরিমাণ কমবে, সামরিক খাত ও সীমান্ত নিরাপত্তায় ব্যয় বাড়বে এবং মেডিকেইডের মতো কর্মসূচিতে কম ব্যয় হবে।
ট্রাম্পের এ আইনটি পরবর্তী অর্থবছরে যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় ও আয়ের মধ্যে পার্থক্য অর্থাৎ বাজেট ঘাটতি প্রায় ৬০ হাজার কোটি ডলার পর্যন্ত বাড়াতে পারে।