Published : 03 Jul 2025, 08:18 PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের কর ও ব্যয়ের ওয়ান বিগ বিউটিফুল বিল কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) বৃহস্পতিবারেই চূড়ান্ত ভোটের অপেক্ষায় আছে।
বিবিসি জানায়, বিল নিয়ে ডেমোক্র্যাটদের বিতর্কের কারণে এটি নিয়ে চূড়ান্ত ভোট অনুষ্ঠানে দেরি হচ্ছে।
ডেমোক্র্যাটিক মাইনোরিটি হাউজ লিডার হাকিম জেফরিস বিলটি নিয়ে চারঘণ্টারও বেশি সময় নিয়ে বক্তব্য রাখছেন। তিনি কতক্ষণ কথা বলবেন তার কোনও সময়সীমা নেই। তার বক্তব্য শেষ হওয়ার পরই ভোট শুরু হবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চান শুক্রবারের মধ্যেই বিলটি চূড়ান্ত ভোটে অনুমোদন পেয়ে যাক। কিন্তু বিলটি নিয়ে তর্ক-বিতর্কের কারণে কংগ্রেসে এর ভাগ্য এখনও ঝুলে আছে।
বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ এবং স্বাস্থ্যসেবায় এর কি প্রভাব পড়বে সেটিই মূল উদ্বেগের বিষয় হয়ে আছে। ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস ম্যারাথন বক্তব্য দিয়ে বিলটি নিয়ে চূড়ান্ত ভোটাভুটি এখনও আটকে রেখেছেন।
কেবল ডেমোক্র্যাটরাই নয়, রিপাবলিকানদেরও অনেকে বিলটির বিরোধিতা করছেন। বুধবার রাতভর আলোচনার পর অবশেষে বিলটি নিয়ে জট কাটে।
ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির মধ্যেই মতবিরোধ থাকার পরও প্রসিডিউরাল ভোটে ২১৯-২১৩ ব্যবধানে বিল চূড়ান্ত ভোটে উঠার পথ প্রশস্ত হয়। সেই হিসাবে বৃহস্পতিবারই বিলের উপর চূড়ান্ত ভোট হওয়ার কথা।
ট্রাম্পের এই বিগ বিউটিফুল বিল চলতি সপ্তাহেই অনুমোদন করেছিল কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট। এরপর দ্বিতীয় দফায় বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানোর পর বুধবার এটি নিয়ে আলোচনা চলে।
সেখানে তর্কবিতর্ক শেষের পর চূড়ান্ত ভোটে বিলটি অনুমোদন পেলে উচ্চ আয়ের মার্কিন নাগরিকরা করছাড়ের সুবিধা পাবেন। অন্যদিকে, মেডিকেইড এর মতো জনকল্যাণমূলক কর্মসূচির ব্যয় অনেকাংশেই কমবে।
তাছাড়া, অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষাখাতে প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাধিকারমূলক পরিকল্পনায় প্রয়োজনীয় অর্থ সংস্থান করাও সহজ হবে বিলের আওতায়।