০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের আগামী ছয় মাস ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।শিক্ষা বিনিময় কর্মসূচির আওতায় হার্ভার্ডে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
‘স্টুডেন্ট ভিসা’ নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিদেশিরা ক্লাস না করলে কিংবা কাউকে না জানিয়ে পাঠক্রম ছেড়ে দিলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতেও ভিসা না পেতে পারে।
বিচারক অ্যালিস বারাস এ পদক্ষেপ কার্যকরে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন।
বোস্টনে দায়ের করা এ মামলায় বিশ্ববিদ্যালয়টি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন যা করেছে, তা আইনের ‘নির্লজ্জ লঙ্ঘন’।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন এপ্রিলেই। যুক্তরাষ্ট্রের ভিসাধারী কয়েকজনের তথ্য চাওয়া হয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে। তাতে সাড়া না পেয়ে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরও বন্ধ করা হয়েছে।
“জব্দ করা মাদকের পরিমাণ প্রায় ১০ গ্রাম।”
বিষয়টি খতিয়ে দেখতে কমিটি করা হয়েছে; সেই সঙ্গে কিছু ব্যবস্থাও নেওয়া হয়েছে, বলেন উপাচার্য মাকসুদ কামাল।