Published : 28 May 2025, 12:54 AM
যুক্তরাষ্ট্রে অভিবাসনের নিয়মকানুন কঠোর করার মধ্যেই এবার ‘স্টুডেন্ট ভিসা’ নিয়ে দেশটিতে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের সতর্ক করেছে সরকার।
বলা হয়েছে, তারা যদি স্কুলছুট হন বা নিয়মিত ক্লাস না করেন কিংবা বিশ্ববিদ্যালয়কে না জানিয়ে পাঠক্রম ছেড়ে দেন, তাহলে তাদের ভিসা বাতিল হতে পারে। এমন ক্ষেত্রে আগামী দিনেও যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার সুযোগ হারাতে পারেন এই শিক্ষার্থীরা।
ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্র সরকারের এই ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছে।
বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশে ঘোষণায় লেখা হয়েছে, “আপনারা যদি কোর্স ছেড়ে দেন, ক্লাস বাদ দেন কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে পাঠক্রম থেকে বেরিয়ে যান, তাহলে আপনাদের শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
“আপনারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন। তাই কোনও অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে আপনারা ভিসার শর্তগুলো মেনে চলুন এবং শিক্ষার্থীর মর্যাদা বজায় রাখুন।”
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকেই দেশ থেকে অবৈধ অভিবাসী বিতাড়ন শুরু করেছেন। সম্প্রতি আগে থেকে কিছু না-জানিয়েই বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের ঘটনাও ঘটেছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকারের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রজুড়ে বিদেশি শিক্ষার্থীদের বৈধতা বাতিলের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আদালত সাময়িকভাবে আটকে দেওয়ার কয়েকদিন পর সরকারের পক্ষ থেকে এমন বার্তা এসেছে।
ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক বলেছেন, আগের সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের বৈধতা বাতিল করতে পারবে না।
গত সপ্তাহে ওকল্যান্ডের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জেফ্রি এস হোয়াইট একটি নিষেধাজ্ঞা জারি করেন। এর মধ্য দিয়ে মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার কেবল ভিসার ভিত্তিতে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা, কারাগারে রাখা কিংবা স্থানান্তর করতে পারবে না।
ফিলিস্তিপন্থি বিক্ষোভ থেকে শুরু করে নানা কারণেই বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে কড়াকড়ি করছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানায়, চলতি মাসেই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বিদেশি শিক্ষার্থীদের সতর্ক করেছিল।
আইসিই-র নির্দেশিকায় বলা হয়েছিল, ‘অপশনাল প্র্যাক্টিক্যাল ট্রেনিং’ ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের প্রশিক্ষণ শুরুর ৯০ দিনের মধ্যে চাকরি নিশ্চিত করতে হবে। অন্যথায় এই প্রোগ্রামে তাদের বৈধতা বাতিল হতে পারে।