০১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২
কুষ্টিয়া থেকে গ্রেপ্তার তালিকাভুক্ত শীর্ষ এ সন্ত্রাসীকে ঢাকার একটি আদালত আট দিনের রিমান্ডে পাঠায়।
বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।
গত ২৮ মে তাদের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওইদিন আরেক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড দেওয়া হয়।
“আমার কোনো পাওয়ার নাই, পাওয়ার দরকারও নাই। পাওয়ার আমার পিছে ঘোরে। সর্বশ্রেষ্ঠ পাওয়ারকে আমি সেজদাহ করি,” বলেন সুব্রত বাইন।
হাতিরঝিল থানায় করা অস্ত্র আইনের মামলায় তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।
অস্ত্র আইনে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে।
২০১২ সালে নেপালের ঝুমকা কারাগার থেকে ৭৭ ফুট সুড়ঙ্গ কেটে পালিয়ে যান সুব্রতসহ ১২ জন।
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদসহ চারজনকে ঢাকা ও কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করার খবর ছড়িয়ে পড়ে মঙ্গলবার সকালেই। বিকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসের সংবাদ সম্মেলনে তাদেরকে গণমাধ্যমের সামনে হাজির করে আইএসপিআর।