Published : 24 May 2025, 02:49 PM
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ থাকায় শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. আতিউর রহমান আতিক এবং তার স্ত্রী শান্তনা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব শনিবার এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মোজাম্মিল হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আতিউর রহমান আতিক ও তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিরাদের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
শেরপুর জেলার সদর আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা পাঁচ মেয়াদে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আতিকুর রহমান আতিক। দুইবার জাতীয় সংসদের হুইপও হয়েছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি।