Published : 20 May 2025, 11:22 AM
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য লায়লা পারভিন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার ভোর ৩টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড় এলাকার রাধানগরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
লায়লা পারভিন সেঁজুতি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য শহিদ স ম আলাউদ্দিনের মেয়ে।
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসাবে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান।
সেঁজুতি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ছিলেন। একইসঙ্গে তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “স্পেশাল পাওয়ার অ্যাক্টে সাতক্ষীরা সদর থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”