জঙ্গিবাদের অস্তিত্ব ও ‘শনিবার বিকেল’: রাষ্ট্র এবং সংস্কৃতি অঙ্গনের কপটতা
হোলি আর্টিজান এক ভয়াল জঙ্গি হামলার স্মৃতি। নয় বছর পর সেই জঙ্গিবাদকে পুলিশ বলছে ‘নাটক’, আর ওই হামলার ভিত্তিতে নির্মিত ‘শনিবার বিকেল’ সিনেমার মুক্তি নিয়ে সবাই নীরব—যখন এর নির্মাতা নিজেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা।