কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে দেশের বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। তাতে অংশ নিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী নানা বয়সী নারী-পুরুষ। এ উৎসবকে ঘিরে নয় দিনের বর্ণাঢ্য কর্মসূচি ও মেলার আয়োজন করা হয়েছে। আগামী ৫ জুলাই শনিবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।