এবারের কোরবানির ঈদে বাগেরহাটে পশুর সরবরাহ বেশ, তবে ক্রেতার আনাগোনা কম। গুরুর দাম কিছুটা সহনীয় বলছেন ক্রেতারা, কিন্তু উল্টো সুরে বিক্রেতারা বলছেন, এবার বড় আকারের লোকসানের মুখোমুখি হতে হবে।