নেত্রকোণা সদরে কোরবানির জন্য বড় করা হয়েছে ৪০ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের একটি গরু; আদর করে মালিক নাম এর দিয়েছেন ‘ঈশা খাঁ’। ক্ষতিকর রাসায়নিকের পরিবর্তে প্রাকৃতিক খাবারে বড় করে তোলা গরুটি ১৫ লাখ টাকায় বিক্রির আশা করা হচ্ছে।