বড় গরুতে খামারির লোকসান, বিক্রি হয়নি ‘তুফান’ ‘কালো মানিক’
এবারের কোরবানি ঈদে আকারে বড় গুরুর চাহিদা কম থাকায়, বিড়ম্বনায় খামারিরা। তারা বলছেন, এসব গরু পালনে ব্যয় বেশি হলেও, আশানুরূপ দাম পাওয়া যায়নি এবারের ঈদ মৌসুমে। প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, তারা আগেই সতর্ক করেছিলেন খামারিদের।