Published : 14 Jul 2024, 08:50 PM
যুক্তরাষ্ট্রে নির্বাচনি প্রচার সমাবেশে হত্যাচেষ্টার শিকার হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আমেরিকানদের একতাবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন।
ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প লেখেন, “এ মুহূর্তে সবকিছুর চেয়ে আমাদের ঐক্যবদ্ধ হওয়া এবং আমেরিকানদের শক্তিশালী ও দৃঢ়প্রতিজ্ঞ থাকার সত্যিকারের বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটানোটাই বেশি জরুরি। অশুভকে জয়ী হতে দেবেন না।”
“আমি সত্যিই আমার দেশকে ভালোবাসি, আপনাদের সবাইকে ভালোবাসি। আমি উইসকনসিনে এ সপ্তাহে আমাদের মহান এই জাতির সামনে বক্তব্য রাখার অপেক্ষায় আছি।”
একই পোস্টে ট্রাম্প লেখেন, “একমাত্র ঈশ্বরই অভাবনীয় কোনওকিছু ঘটা থেকে রক্ষা করেছেন।”
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সেয়া ৬টার দিকে পেনসিলভেইনিয়ায় নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের ওপর গুলি ছোড়েন এক হামলাকারী। গুলিতে ট্রাম্পের ডান কান ছুয়ে বেরিয়ে যায় গুলি। ওই ঘটনার কয়েকঘণ্টার পর ট্রাম্প জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার এই ডাক দিলেন।
ট্রাম্পের ওপর হামলাকারী টমাস ম্যাথিউ ক্রুকস একজন রিপাবলিকান। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এফবিআই ক্রুকসকে শনাক্ত করে জানিয়েছে, ২০ বছর বয়সী এই যুবক পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা ছিলেন।
পেনসিলভেইনিয়ায় বাটলারের নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি ট্রাম্পকে হত্যার চেষ্টায় বেশ কয়েকটি গুলি ছোড়েন। হামলায় একজন নিহত হওয়ার পাশাপাশি সমাবেশে উপস্থিত আরও দুইজন আহত হন। আহতদের অবস্থা সঙ্কটজনক। কানে গুলি লেগে ট্রাম্পও আহত হন।
এরই মধ্যে চিকিৎসা নিয়ে ট্রাম্প হাসপাতাল ছেড়েছেন। ট্রাম্পের প্রচারশিবির এবং রিপাবলিকান ন্যাশনাল কমিটি বলেছে, সাবেক এই প্রেসিডেন্ট আহত হলেও উইসকনসিনের মিলয়াওকি শহরের জাতীয় কনভেনশনে তিনি উপস্থিত থাকবেন। এই কনভেনশন শুরু হচ্ছে সোমবার।