Published : 28 Nov 2024, 03:41 PM
চীনে আটক তিন আমেরিকান বন্দিকে যুক্তরাষ্ট্রে আটক তিন চীনা বন্দির বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে। বন্দি বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কয়েকমাসের আলোচনার পর এ উদ্যোগ এল।
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, এরই মধ্যে দেশের পথে রওনা দিয়েছেন মুক্তি পাওয়া তিন আমেরিকান মার্ক সিদান, কাই লি ও জন লিয়াং। বহু বছর পর এই প্রথম তারা পরিবারের কাছে ফিরছেন।
মাদক পাচারের অভিযোগে ২০১২ সালে চীনে আটক হয়েছিলেন ৪৮ বছরের সিদান। তিনি মৃত্যুদণ্ডের মুখে ছিলেন। সিদান দোষ অস্বীকার করেছিলেন এবং মার্কিন পররাষ্ট্রদপ্তরের ভাষ্য ছিল, সিদানকে ভুলক্রমে আটক করা হয়েছে।
পরে ২০১৬ সালে ৬০ বছরের মার্ক লি এবং ২০২১ সালে ৭৮ বছরের জন লিয়াং চীনে আটক হন। দুই জনের বিরুদ্ধেই ছিল গুপ্তচরবৃত্তির অভিযোগ।
তাদের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে যে তিন চীনা ছাড়া পাবেন তার মধ্যে আছেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ বছরের কারাদণ্ড হওয়া ৪২ বছর বয়সী জু ইয়ানজুন এবং আরেক চীনা নাগরিক জি চাওকুন।
চীনেরও যুক্তি ছিল যে, যুক্তরাষ্ট্রে তাদের এই নাগরিকরা ভুলক্রমে আটক হয়েছে। দুই দেশের মধ্যকার এই বন্দি বিনিময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আমলের শেষ সময়ে এক কূটনৈতিক সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।
বাইডেন তার চার বছরের শাসনামলে রাশিয়া, ভেনেজুয়েলা এবং ইরানসহ কয়েকটি দেশ থেকে মোট ৭০ জন বন্দি আমেরিকানকে মুক্ত করতে সফল হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।