Published : 25 May 2025, 03:46 PM
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রোববার জেরুজালেম এলাকা, পশ্চিম তীরের দক্ষিণাংশের ইহুদি বসতি এবং মৃত সাগরের (ডেড সি) নিকটবর্তী এলাকাগুলোতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই সাইরেন বাজার প্রায় পাঁচ মিনিট আগে আগাম সতর্কতা জানিয়ে ওই অঞ্চলের বাসিন্দাদের মোবাইলে সতর্ক বার্তাও পাঠানো হয়।
২০২৩ এর ৭ অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহল গাজায় হামলা শুরু করার পর থেকে ইয়েমেনের ইরানি মিত্র হুতিরা ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। হুতিদের ভাষ্য, তারা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে মাঝখানে কিছুদিন অস্ত্রবিরতি চলার পর ১৮ মার্চ ফের গাজায় হামলা শুরু করে ইসরায়েল। তখন থেকে আবার ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে হুতিরা।
১৮ মার্চের পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ৩৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্তত ১০টি ড্রোন ছুড়েছে হুতিরা। এর কয়েকটি ইসরায়েলে আঘাত হানলেও অধিকাংশই প্রতিরোধ করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র গন্তব্যে পৌঁছতেও ব্যর্থ হয়।
রোববারের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে হুতিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে রয়টার্স জানিয়েছে।
সামাজিক মাধ্যমে আসা একটি ছবিতে বাধা দিয়ে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ ফিলিস্তিনের দক্ষিণ হিব্রন পাহাড় এলাকায় পড়ে থাকতে দেখা গেছে।