Published : 23 Jan 2025, 06:58 PM
যুক্তরাষ্ট্রে নথিপত্রহীন ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নিতে ভারতের কোনও অসুবিধা নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বুধবার জয়শঙ্কর যুক্তরাষ্ট্র সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসী বিতাড়ন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি অকপটে জানিয়ে দেন, ভারতীয় অভিবাসীদেরকে নিজ দেশে ফেরানোর বিষয়ে সবসময়ই ইতিবাচক মনোভাব রয়েছে ভারত সরকারের।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই অভিবাসন এবং নাগরিকত্ব সংক্রান্ত একের পর এক কঠোর নীতি কার্যকর করছেন। প্রথম কর্মদিবসেই তিনি অভিবাসন নিয়ে একাধিক নির্বাহী আদেশ সই করেছেন। এর আওতায় পড়বে বহু ভারতীয়ও। সেকারণে ভারতীয় অভিবাসীদের অনেকেই এখন চিন্তিত।
এ পরিস্থিতিতেই সাংবাদিকরা জয়শঙ্করের কাছে জানতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্র অবৈধ ভারতীয় অভিবাসীদের বের করে দিলে ভারত তাদের ফেরত নেবে কিনা।
জয়শংকরের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দু’ লিখেছে, যুক্তরাষ্ট্র থেকে নথিহীন কাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া হবে সে বিষয়টি যাচাই-বাছাই করে দেখছে নয়াদিল্লি। কিন্তু ঠিক কতজনকে ফেরানো হবে সে সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি বলেও জানিয়েছেন জয়শংকর।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর তথ্যমতে, যুক্তরাষ্ট্র থেকে ১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত নিতে পারে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ওয়াশিংটনে সংবাদিক বৈঠকে বলেন, “একটি দেশের নীতিনির্ধারক হিসেবে আমরা অবশ্যই বৈধ অভিবাসীদের সমর্থন জানাই। আমরা চাই ভারতীয় প্রতিভা আন্তর্জাতিক স্তরে সর্বাধিক সুযোগ লাভ করুক। তবে একই সঙ্গে আমরা দৃঢ়ভাবে অবৈধ চলাফেরা এবং অবৈধ অভিবাসনের বিরোধী।”
তিনি আরও বলেন, “অবৈধ অভিবাসন নিয়ে সব দেশের ক্ষেত্রেই ভারত একই নীতি অনুসরণ করে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেই নীতিতে কোনও হেরফের হয় না।
“আমরা সব সময়ই বলে থাকি, যুক্তরাষ্ট্রে যদি এমন কোনও ভারতীয় নাগরিক থাকেন যারা বৈধ ভাবে সেখানে যাননি, তাহলে তাদেরকে আমরা ফিরিয়ে নিতে কোনও আপত্তি করব না। এ বিষয়ে আমাদের অবস্থান নিয়ে আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে স্পষ্ট ভাষায় জানিয়েছি।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায় ১৮,০০০ ভারতীয় হয় নথিভুক্ত নন কিংবা তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা সেখানে রয়েছেন।