Published : 29 May 2025, 11:51 AM
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তারা আগামী ২ জুন তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেইনের সঙ্গে সরাসরি আলোচনার পরবর্তী রাউন্ড আয়োজনের প্রস্তাব দিয়েছে।
টেকসই শান্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে এ আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাদের আশা।
রাশিয়ার প্রস্তাব নিয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেইনের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে চলা সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চাপে চলতি মাসের শুরুতেই একবার ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন মস্কো ও কিইভের কর্মকর্তারা।
২০২২ সালের মার্চের পর এটাই ছিল বিবদমান দুই পক্ষের মধ্যে প্রথম কোনো সরাসরি বৈঠক।
কিইভ ও তার মিত্ররা ১৬ মার্চের ওই বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত তা হয়নি। দুই পক্ষ শেষ পর্যন্ত কেবল ১ হাজার করে যুদ্ধ বন্দি বিনিময়ে সম্মত হয়েছিল।
মস্কো বলছে, যে কোনো যুদ্ধবিরতির আগে কিছু শর্ত অবশ্যই পূরণ হতে হবে।
“যারা কেবল কথায় নয়, আন্তরিকভাবে শান্তি প্রক্রিয়ার সফলতা দেখতে আগ্রহী তারা ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেইন নতুন রাউন্ডের আলোচনা আয়োজনে সহায়তা করবে,” বিবৃতিতে বলেছেন ল্যাভরভ।
এর আগে গত ১৯ মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর বলেছিলেন, ভবিষ্যৎ শান্তিচুক্তি বিষয়ক একটি স্মারকলিপি তৈরিতে মস্কো ইউক্রেইনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
ইউক্রেইন শান্তি আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বুধবার ল্যাভরভের আগে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছিলেন, তিনি ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভকে ফোন করে পরবর্তী বৈঠকের তারিখ ও স্থান নিয়ে মস্কোর প্রস্তাব জানিয়েছেন।
“ওইখানে, ওই স্থানে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ ও বাস্তব আলোচনা শুরু করতে যে আমরা প্রস্তুত, তা জোর দিয়ে বলছি,” বলেছেন মেদিনস্কি।
প্রস্তাব বিষয়ে উমেরভের জবাবের অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন এ রুশ কর্মকর্তা।