Published : 03 Jun 2025, 05:44 PM
চীনা প্রেসিডেন্ট শি জিনিপিংয়ের সঙ্গে এই সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কথা হতে পারে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট।
শুল্ক ও বাণিজ্যে বিধিনিষেধ তুলে নিতে হওয়া একটি চুক্তি চীন লঙ্ঘন করেছে, ট্রাম্প এমন অভিযোগ করার কয়েকদিন পর লেভিট দুই প্রেসিডেন্টের মধ্যে আলাপ নিয়ে এ আশাবাদ ব্যক্ত করলেন, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
এ নিয়ে ট্রাম্প প্রশাসনের তৃতীয় কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা দুই নেতার শিগগিরই বৈঠক হচ্ছে বলে পূর্বাভাস দিলেন। বৃহত্তর বাণিজ্য সংক্রান্ত মতপার্থক্য দূর করতে চীন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে কথা হলে সেখানে গত মাসে জেনিভায় হওয়া শুল্ক চুক্তিও স্থান পাবে বলেই মনে করা হচ্ছে।
রোববার সিবিএসের ‘ফেইস দ্য নেশন’ অনুষ্ঠানে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, বাণিজ্য সংক্রান্ত নানান বিরোধ কমানোর লক্ষ্যে ট্রাম্প ও শি ‘শিগগিরই’ কথা বলবেন। এসব বাণিজ্য সংক্রান্ত বিরোধের মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ এবং সুনির্দিষ্ট কিছু খনিজ রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞার প্রসঙ্গও থাকবে।
এর আগে ট্রাম্প নিজেই শুক্রবার বলেছিলেন, শি-র সঙ্গে তার যে কথা হতে যাচ্ছে সে বিষয়ে তিনি নিশ্চিত।
দুই নেতার মধ্যে সাম্প্রতিক সময়ে কোনো কথাবার্তা হয়নি বলে এপ্রিলে জানিয়েছিল চীন।
জেনিভায় গত মাসে চীনের সঙ্গে হওয়া আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বেসেন্ট। ওই আলোচনা বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধে সাময়িক বিরতি এনে দেয়।
কিন্তু এরপর থেকে দুই দেশের মধ্যে বিরোধ মীমাংসায় সামান্যই অগ্রগতি দেখা যাচ্ছে, কয়েকদিন আগে ফক্স নিউজকে এমনটাই বলেছেন মার্কিন অর্থমন্ত্রী।
জেনিভার ওই আলোচনায় যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যে শুল্ক অনেকখানি কমিয়ে আনার ঘোষণা দেওয়ার পর বিশ্বজুড়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, শেয়ার বাজারগুলোতেও পড়েছিল ইতিবাচক প্রভাব।
কিন্তু সম্প্রতি দুই দেশের মধ্যে কথার লড়াই দেখে শুল্ক যুদ্ধের পারদ ফের চড়তে যাচ্ছে বলেই বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।
গত সপ্তাহে মার্কিন এক বাণিজ্য আদালত চীনসহ বিভিন্ন দেশের ওপর ট্রাম্প ‘জরুরি ক্ষমতা আইনের’ আওতায় যেসব শুল্ক আরোপ করেছিলেন তা অবৈধ ঘোষণা করেছিল। তবে একদিনের মাথায় ফেডারেল আপিল আদালত সেসব শুল্ক পুনর্বহাল করে। তারা বলে, সরকারের আপিল বিবেচনায় নিয়ে তারা বাণিজ্য আদালতের রায় সাময়িকভাবে স্থগিত করেছে।