Published : 04 Jun 2025, 07:44 PM
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লেয়ন রাজ্যে একটি বাস দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে রাজ্যের গভর্নর স্যামুয়েল গার্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নুয়েভো লেয়ন রাজ্যের ওয়ালাহুইসেস শহরে এ দুর্ঘটনাটি ঘটে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে স্থানীয় বেসামরিক নাগরিক সুরক্ষা বিভাগ। মন্টেরে থেকে পাশের রাজ্য তামাউলিপাসের টাম্পিকোতে যাওয়ার পথে মহাসড়কে বাসটি উল্টে যায়।
দুর্ঘটনার কারণ জানা যায়নি।
দুর্ঘটনায় পড়া বাসটির অধিকাংশ যাত্রীই স্থানীয় পর্যটক ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বলেছে প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা।
সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং চালকদের ক্লান্তিকে এসব দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কামপেচে রাজ্যে ট্রাক ও বাসের সংঘর্ষে ৩৮ জন নিহত হন।