Published : 16 May 2025, 09:08 PM
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থলবাহিনীর কমান্ডার জেনারেল ওলেগ সালিউকভকে তার পদ থেকে অপসারণ করেছেন। তাকে নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে।
বৃহস্পতিবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে এই সিদ্ধান্ত জানানো হয়। তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেইনের প্রতিনিধিদের আলোচনা চলার মধ্যেই এই পদক্ষেপ নিলেন পুতিন।
৬৯ বছর বয়সী জেনারেল সালিউকভ গত ১১ বছর ধরে মস্কোর রেড স্কয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় উপলক্ষে আয়োজিত বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে নেতৃত্ব দিয়ে এসেছেন।
২০২৩ সালের জানুয়ারি থেকে তিনি রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের ডেপুটি হিসেবে ইউক্রেইনে যুদ্ধ পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
ইউক্রেইনে যুদ্ধে সম্প্রতি রুশ সেনা নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যাওয়ার পর সালিউকভকে অপসারণের পদক্ষেপ নিল ক্রেমলিন। তাছাড়া, সালিউকভের ওপর যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা এবং আরও কিছু দেশের নিষেধাজ্ঞাও আছে।
তবে সালিউকভের জায়গায় কাকে স্থলাভিষিক্ত করা হচ্ছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সালিউকভ এখন জাতীয় নিরাপত্তা পরিষদে নিয়োগ পেয়েছেন, যে পরিষদ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দেয়।
প্রেসিডেন্ট পুতিনই এই পরিষদের সভাপতি। নিরাপত্তা সংস্থা বা মন্ত্রণালয়ের ওপর ‘সিকিউরিটি কাউন্সিল’ বা নিরাপত্তা পরিষদের সরাসরি কোনও কর্তৃত্ব নেই।
তবে জাতীয় নিরাপত্তা নীতি সমন্বয় ও তদারকিতে এই পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পরিষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।