Published : 30 Jan 2025, 10:05 AM
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর এক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে, জানিয়েছে দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ।
বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ওয়াশিংটনের রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবনন্দরের কাছে ঘটনাটি ঘটেছে। ওই সময় উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়ে ৩৩ এর দিকে এগিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর উড়োজাহাজটি ওয়াশিংটনের পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে।
উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন আর হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা ছিলেন। হেলিকপ্টারটি মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
উড়োজাহাজ বিধ্বস্তের পর চারজনকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে কিছু জানা যায়নি।
টেক্সাসের সেনেটর টেড ক্রুজ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, “সেখানে হতাহতের ঘটনা ঘটেছে বলে জেনেছি আমরা। তবে কতোজনকে হারিয়েছি তা এখনও জানতে পারিনি।”
ক্রুজ বিস্তারিত আর কিছু জানাননি। তার জানানো তথ্যগুলোর উৎসও প্রকাশ করেননি।
উড়োজাহাজটি কানসাস থেকে ওয়াশিংটনে এসেছিল। ঘটনার পর বড় ধরনের জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবনন্দর থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে।
Webcam at the Kennedy Center caught an explosion mid-air across the Potomac. https://t.co/v75sxitpH6 pic.twitter.com/HInYdhBYs5
— Alejandro Alvarez (@aletweetsnews) January 30, 2025
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বিষয়টি জানানো হয়েছে বলে ফক্স নিউজকে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট।
কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। ব্ল্যাক হক মার্কিন সেনাবাহিনীর একটি কৌশলগত পরিবহন হেলিকপ্টার।
নাম না প্রকাশ করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারটিতে থাকা সেনাদের অবস্থা জানা যায়নি। হেলিকপ্টারটিতে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন না।
অ্যাকুওয়েদার এর বিশেষজ্ঞ আবহাওয়াবিদরা জানিয়েছেন, সম্ভাব্য জীবিত ও জরুরি উদ্ধারকর্মীদের জন্য হাইপোথার্মিয়া একটি গুরুতর উদ্বেগের বিষয়। কারণ বুধবার উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে তার কাছে পটোম্যাক নদীর পানির তাপমাত্রা শূন্য দশমিক ৬ থেকে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।
অ্যাকুয়েদার এর আবহাওয়া পূর্বাভাসের জ্যেষ্ঠ পরিচালক ড্যান ডেপডউইন এক বিবৃতিতে বলেছেন, “পানির এই হিমশীতল অবস্থায় মানবদেহের তাপমাত্রা দ্রুত নেমে যায়। এ পরিস্থিতিতে ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই মানুষ নির্জীবতায় আক্রান্ত অথবা অচেতন হয়ে পড়তে পারে।”