Published : 09 Mar 2025, 04:25 PM
রাশিয়ার কুর্স্ক অঞ্চলে উপস্থিত ইউক্রেইনীয় বাহিনীর অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে, রুশ বাহিনীর অগ্রগতিতে তারা ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন হচ্ছে বলে জানা গেছে।
উভয়পক্ষের সামরিক ব্লগাররা বলছেন, সেখানে ইউক্রেইনীয় বাহিনী কোনঠাসা অবস্থায় আছে। ওই এলাকায় ইউক্রেইনীয় বাহিনীকে আচমকা হামলায় হতভম্ব করে দিতে রুশ বাহিনী গোপনে একটি আন্তঃমহাদেশীয় গ্যাস পাইপলাইনের ভেতর দিয়ে শত্রু অবস্থানে পেছনে গিয়ে উপস্থিত হয়েছে।
শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুস্র্ক অঞ্চলে তাদের বাহিনীগুলো আরও তিনটি এলাকা পুনরুদ্ধার করেছে।
রয়টার্স জানিয়েছে, কুর্স্ক থেকে ইউক্রেইনীয় সেনাদের বের করে দিতে রাশিয়া একটি বড় ধরনের অভিযান শুরু করেছে। এই লক্ষ্যে রোববার তারা ওই অঞ্চলের সুদরা শহরে ইউক্রেইনীয় বাহিনীর ওপর তীব্র আক্রমণ শুরু করেছে।
একজন রুশপন্থি ব্লগার জানিয়েছেন, এর আগে শনিবার রাশিয়ার স্পেশাল ফোর্স গ্যাস পাইপলাইন ভেতর দিয়ে গিয়ে সুদরা শহরের পেছনের অংশে উপস্থিত হয়।
ইউক্রেইনীয় সামরিক ব্লগার ইউরি বুতুসভ লিখেছেন, “ড্রোনকে ফাঁকি দিতে রুশরা একটি গ্যাস পাইপলাইন ব্যবহার করে আমাদের যুদ্ধ অবস্থানের মধ্যে গিয়ে হাজির হয়েছে।”
গত বছরের অগাস্টে ইউক্রেইনের কয়েক হাজার সেনা রাশিয়ার সীমান্ত অতিক্রম করে কুর্স্ক অঞ্চলে ঢুকে পড়ে প্রায় ১৩০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে নেয়। কিইভ বলেছিল, তারা ভবিষ্যতে এই দখলকৃত এলাকাকে একটি দরকষাকষির চিপ হিসেবে ব্যবহার করতে চায় এবং ইউক্রেইনের পূবাঞ্চল থেকে রাশিয়ার সামরিক বাহিনীকে সরিয়ে নিতে চাপ সৃষ্টি করতে চায়।
ইউক্রেইনে জন্ম নেওয়া রুশপন্থি সামরিক ব্লগার ইউরি পোদোলিয়াকা জানিয়েছেন, বিশাল ওই পাইপলাইনের ভেতর দিয়ে রাশিয়ার স্পেশাল ফোর্স প্রায় ১৫ কিলোমিটার হেঁটে এসেছে। তাদের অনেকে বেশ কয়েকদিন ধরে ওই পাইপের মধ্যেই ছিল। এরপর সুদরার পেছনের দিকে উপস্থিত হয়ে ইউক্রেইনীয় বাহিনীকে হতভম্ব করে দেয় তারা।
এই পাইপলাইন ব্যবহার করে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস ইউক্রেইনীয় গ্যাস ট্রান্সমিশন সিস্টেমে পাঠানো হত আর সেখান থেকে তা ইউরোপে সরবরাহ করা হত। সুদরায় একটি বড় ধরনের গ্যাস ট্রান্সফার ও পরিমাপ স্টেশন আছে।
আরেক রুশপন্থি যুদ্ধ ব্লগার ‘টু মেজর’ জানিয়েছেন, রাশিয়ার বাহিনী গ্যাস পাইপলাইন ব্যবহার করে সুদরায় প্রবেশ করে ইউক্রেইনীয় বাহিনীকে চমকে দিয়েছে আর শহরটিতে বড় ধরনের একটি লড়াই শুরু হয়েছে। তারপর থেকে লড়াই একটানা চলছে।
রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব প্রতিবেদন যাচাই করতে পারেনি।
রাশিয়ার টেলিগ্রাম চ্যানেলে প্রদর্শিত কতগুলো ছবিতে দেশটির স্পেশাল ফোর্সের সেনাদের গ্যাস মাস্ক পরা ও মাথায় লাইট লাগানো অবস্থায় দেখা গেছে। ছবি দেখে তারা একটি বড় পাইপের ভেতর আছেন বলে মনে হয়েছে।