Published : 01 Feb 2025, 10:40 AM
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার আলাপচারিতার পর বন্দি ছয় মার্কিনিকে ছেড়ে দিয়েছে কারাকাস।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার বিশেষ দূত রিচার্ড গ্রেনেল সোশাল মিডিয়ায় তাদের মুক্তির খবর প্রকাশ করেছেন।
নিজের উড়োজাহাজে থাকা ছয়জনের ছবি অনলাইনে প্রকাশ করে গ্রেনেল বলেন, তারা ফোনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন।
বিবিসি লিখেছে, এর আগে হোয়াইট হাউজের তরফে ‘মার্কিন জিম্মিদের’ মুক্তি দিতে ভেনেজুয়েলার প্রতি আহ্বান জানানো হয়েছিল। সেই সঙ্গে ভেনেজুয়েলার যেসব অপরাধীকে ওয়াশিংটন বিতাড়িত করবে, তাদের গ্রহণ করতে কারাকাসের সম্মতি চাওয়া হয়।
ছবি প্রকাশ করলেও গ্রেনেল অবশ্য ওই ছয়জনের নাম জানাননি। তাদের পরনে ভেনেজুয়েলার কারাবন্দিদের হালকা নীল রঙের পোশাক দেখা গেছে।
গ্রেনেল এক্স পোস্টে বলেন, “এই ছয় আমেরিকান নাগরিকের সঙ্গে আমরা উড়াল দিলাম এবং বাড়ির দিকে রওনা হলাম।
“তারা মাত্রই ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছে এবং তাকে ধন্যবাদ না জানিয়ে তারা থাকতে পারেনি।”
এই পদক্ষেপের প্রশংসা করে পৃথক পোস্টে ট্রাম্প বলেছেন, গ্রেনেল ভেনেজুয়েলা থেকে ছয় জিম্মিকে দেশে ফিরিয়ে আনছেন।
ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের দূতের সঙ্গে সম্মানজনক আলোচনা হয়েছে।
কারাকাস জানুয়ারিতে মার্কিনিসহ একদল ‘ভাড়াটে সৈনিক’ আটকের ঘোষণা দেয়।
ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচনের ছয় মাস পর গত মাসে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাদুরো। ওই নির্বাচনে মাদুরো পরাজিত হন বলে দাবি করেছে তার বিরোধীরা এবং আন্তর্জাতিক সম্প্রদায়।
২০২৪ সালের জুলাই নির্বাচনের আনুষ্ঠানিক ফল যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন শুক্রবার বলেন, গ্রেনেলের সফরের মানে এই নয় যে- মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র।