Published : 14 Feb 2025, 10:17 PM
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চেরনোবিলে ক্ষতিগ্রস্ত পারমাণবিক চুল্লির বিকিরণ নিয়ন্ত্রণে তৈরি করা ক্রংক্রিট ও ধাতুর আবরণে আঘাত হেনেছে রাশিয়ার একটি ড্রোন।
রাতে পারমাণবিক প্রকল্পটিতে চালানো এ হামলায় সেখানে আগুন ধরে যায় বলে অভিযোগ জেলেনস্কির। তবে আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন তিনি।
১৯৮৬ সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারটি চুল্লির মধ্যে একটিতে বিস্ফোরণ ঘটলে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বেসামরিক পারমাণবিক বিপর্যয় সৃষ্টি হয়। দুর্ঘটনায় পড়া চুল্লিটির দীর্ঘমেয়াদি বিকিরণ আটকে রাখতে এটিকে একটি নিরাপত্তা শিল্ড দিয়ে ঢেকে দেওয়া হয়।
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা (আইএইএ) তথ্য অনুযায়ী বিবিসি জানায়, শুক্রবার সকালে চেরনোবিলের ভেতরে ও বাইরে বিকিরণের মাত্রা স্বাভাবিক ও স্থিতিশীল ছিল।
রয়টার্স জানিয়েছে, চেরনোবিলের শেষ সচল চুল্লিটি ২০০০ সালে বন্ধ করে দেওয়া হয়। ২০২২ সালে রাশিয়া ইউক্রেইনে আক্রমণের শুরুর দিকে এই প্রকল্প এর আশপাশের এলাকা এক মাসেরও বেশি সময় ধরে দখল করে রেখেছিল।
রাশিয়া চেরনোবিলে হামলার কথা অস্বীকার করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ ইউক্রেইনের দাবিকে ‘উস্কানি’ অবহিত করে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কথিত ঘটনার বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই কিন্তু রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেইনের পারমাণবিক অবকাঠামোতে আঘাত হানে না।
জেলেনস্কি টেলিগ্রাম অ্যাপে লিখেছেন, রাশিয়ার ড্রোন প্রকল্পের ধ্বংস হয়ে যাওয়া বিদ্যুৎ ইউনিটটির নিরাপত্তা আবরণে আঘাত হেনেছে, এতে সেখানে আগুন ধরে গেলেও নিভিয়ে ফেলা হয়েছে।
“প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, আবরণটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে,” বলেছেন তিনি।
ইউক্রেইনের জরুরি পরিষেবার মুখপাত্র স্বিতলানা ভোদোলাখা বলেছেন, হামলায় আবরণটির বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে হামলাটি হয়। হামলা কতোটা তীব্র ছিল তা নির্ধারণ করতে বিশেষজ্ঞরা কাজ করবেন।
বিশ্বব্যাপী পারমাণবিক নিরাপত্তা পর্যবেক্ষণ করা সংস্থা আইএইএ বলেছে, দমকল কর্মীরা ও অগ্নিনির্বাপণ গাড়িগুলো বিস্ফোরণ ঘটার কয়েক মিনিটের মধ্যে সেখানে হাজির হয়ে কাজ শুরু করে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে বরে খবর হয়নি।
ইউক্রেইনের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক আবরণের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। এসব ছবি পর্যালোচনা করে রয়টার্স জানায়, বিশাল ওই খিলানাকৃতির আবরণটির একেবারে উপরের দিকের কাছাকাছি ছোট একটি আগুন লেগেছিল বলে মনে হয়েছে।
ভেতর থেকে তেজস্ক্রিয় বিকিরণ যেন বের হতে না পারে, তার জন্য নকশা করা এই শিল্ডটি ৯০০ ফুট প্রশস্ত (২৭৫ মিটার) এবং ৩৫৪ ফুট উঁচু (১০৮ মিটার) । এটি নির্মাণে ১৬০ কোটি ডলার ব্যয় হয়েছিল।