Published : 07 May 2025, 01:53 PM
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলায় পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে ভারতের পাল্টা আঘাতের যে নাম দেওয়া হয়েছে তা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই বেছে নিয়েছেন বলে দেশটির কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন।
‘অপারেশন সিঁদুর’ নামটি ব্যাপক অর্থে প্রতীকী। হিন্দু নারীরা বিয়ের চিহ্ন হিসেবে মাথায় সিঁদুর দেয়।
গত ২২ এপ্রিল পেহেলগামে বৈসরনে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জনের প্রাণ গেছে। হামলাকারীরা সেদিন পর্যটকদের এক জায়গায় জড়ো করে, ধর্ম পরিচয় জিজ্ঞেস করার পর স্ত্রী-সন্তানদের সামনে তাদের গুলি করে হত্যা করেছে; সেদিনের ঘটনাকে স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যেই পাল্টা অভিযানের নাম রাখা হয় ‘সিঁদুর’।
এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী অভিযানের যে ছবি পোস্ট করেছে তাতে ইংরেজিতে ‘অপারেশন সিঁদুর’ লেখা হয়েছে বড় হাতের অক্ষরে। এর মধ্যে একটি ‘ও’-কে দেখানো হয়েছে সিঁদুরের কৌটা হিসেবে, যেখান থেকে খানিকটা সিঁদুর আরেকটা ‘ও’ এর উপর ছড়িয়েও পড়েছে। এর মাধ্যমে ২৫ নারীর জীবনসঙ্গীকে কেড়ে নেওয়ার চিত্র প্রতীকিভাবে হাজির করা হয়েছে।
ছবির সঙ্গে যে শিরোনাম, তাতে লেখা- ‘জাস্টিস ইজ সার্ভড। জয় হিন্দ।’
ভারতীয় কর্মকর্তারা বলছেন, পেহেলগাম হামলা বেশ কয়েকটি ‘লাল দাগ অতিক্রম করেছে’। পর্যটকদের নিশানা বানানো হয়েছে, লোকজনকে তাদের ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে আলাদা করা হয়েছে এবং তারপর পরিবারের সদস্যদের সামনে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।
হামলার পর গণমাধ্যমে আসা ছবিতে নিহত ভারতীয় নৌ কর্মকর্তা লেফটেনেন্ট ভিনয় নারওয়ালের মৃতদেহের পাশে তার সদ্য বিবাহিত হিমানশি নারওয়ালের ছবি ভারতজুড়ে ছড়িয়ে পড়েছিল, ওই ছবিতে তখনও হিমানশির হাতে ছিল বিয়ের চুড়ি। ছবিটি ভারতীয়দের শোকের সাগরে ভাসিয়েছিল।
মঞ্জুনাথ রাওয়ের স্ত্রী পল্লবীকে আগের দিন শিকারাতে এক ভিডিওতে হাসতে দেখা গেছে; সেই একই পল্লবী পরদিন স্বামী গুলিবিদ্ধ হওয়ার পর সাহায্যের জন্য চিৎকার করেছিলেন।
শৈলেশ কালাঠিয়ার স্ত্রী শীতল থেকে শুরু করে বিতান অধিকারীর স্ত্রী সোহিনী, শুভম দ্বিবেদীর স্ত্রী আইশানিয়া থেকে সন্তোষ জাগদালের স্ত্রী প্রগতি—সেদিনের হামলায় জীবনসঙ্গী হারানো প্রতিটি নারীর কান্না ভারতকে কাঁদিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামকরণের ক্ষেত্রে এ চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে।
বুধবার প্রথম প্রহরে পাকিস্তান ও তাদের নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের হামলাকে সমর্থন জানিয়েছেন পেহেলগামে হামলায় নিহতদের পরিবারের সদস্যরা।
“আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ায় আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই। আমাদের পরিবার তার ওপর ভরসা রেখেছিল, তিনি সেই আস্থা অটুট রেখেছেন। এটাই আমার স্বামীকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। তিনি যেখানেই থাকুন না কেন, আজ শান্তি পাচ্ছেন,” বলেছেন আইশানিয়া।
পুনেতে কৌস্তভ গানবোটের স্ত্রী সঙ্গীতা গানবোটে বলেছেন, “অভিযানের নাম ‘সিদুঁর’ রেখে সরকার আমাদের মতো স্বামীহারা নারীদের সম্মান দেখিয়েছে। আমি সেই দিনটা ভুলতে পারি না। প্রতিদিন কাঁদি। আমরা অপেক্ষা করছিলাম—প্রধানমন্ত্রী মোদি যেন এমন কিছু করেন। তিনি উপযুক্ত জবাব দিয়েছেন। সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে হবে।”
আর প্রগতি জাগদালে বলেছেন, “ওই সন্ত্রাসীরা যেভাবে সিঁদুর মুছে দিয়েছিল, তার উপযুক্ত জবাব এই অভিযান। অপারেশনের নাম শুনে আমার চোখে পানি চলে এসেছে। আমি সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”