Published : 14 Aug 2024, 04:35 PM
নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন উড়িয়ে দেওয়া দলের সদস্য বলে কথিত এক ইউক্রেইনীয় ডাইভিং প্রশিক্ষককে গ্রেপ্তারের জন্য পোল্যান্ডকে বলেছে জার্মানি। দুই বছর আগে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া ওই পাইপলাইন গোপন হামলা চালিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল।
শত শত কোটি ডলার ব্যয়ে নির্মিত নর্ড স্ট্রিম পাইপলাইন বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহ করত। রাশিয়া ইউক্রেইনে আক্রমণ শুরু করার সাত মাস পর ২০২২ সালের সেপ্টেম্বরে ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণে নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইন উড়িয়ে দেওয়া হয়।
বুধবার জার্মানির গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে অনামা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যে দলটি পাইপলাইনে বিস্ফোরক পেতেছিল ওই ইউক্রেইনীয় ডুবুরি তার অংশ ছিল।
তবে একটি গণমাধ্যম বলেছে, ওই ইউক্রেইনীয় ব্যক্তি আর পোল্যান্ডে থাকে না বলে ধারণা পাওয়া গেছে।
রয়টার্স জানিয়েছে, জার্মানির অ্যাটর্নি জেনারেলের দপ্তর এসব প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, জার্মানির সরকার জুনে পোল্যান্ডের কাছে একটি ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা হস্তান্তর করেছে।
তবে এ বিষয়ে পোল্যান্ডের অ্যাটর্নি জেনারেলের দপ্তরও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
নর্ড স্ট্রিম উড়িয়ে দিয়েছে যুক্তরাজ্যের নৌবাহিনী, অভিযোগ রাশিয়ার
এ বিষয়ে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং দেশটির বিচার মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পাঠানো ইমেইল অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
জার্মানির গণমাধ্যম এসজেড, সায়েট ও আএডি জানিয়েছে, এই নাশকতা নিয়ে তদন্তে জার্মানির তদন্তকারীরা আরও দুইজন ইউক্রেইনীয়, একজন পুরুষ ডুবুরি ও একজন নারী ডুবুরি জড়িত আছেন বলে নিশ্চিত হন, কিন্তু এ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ান জারি করা হয়নি।
ওই বিস্ফোরণে নর্ড স্ট্রিমের চারটি পাপলাইনের মধ্যে তিনটি ক্ষতিগ্রস্ত হয়। এই পাইপলাইনটি রাশিয়ার গ্যাসের ওপর জার্মানির নির্ভরতার প্রতীক হয়ে ছিল। এই হামলার পর ইউরোপের লোভনীয় বাজারে রাশিয়ার গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়।
এই বিস্ফোরণের জন্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউক্রেইনকে দায়ী করে রাশিয়া। কিন্তু ওই দেশগুলো রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়াকেই এর জন্য দায়ী করেছিল।
পরে জার্মানি, ডেনমার্ক ও সুইডেন এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করে। সুইডেনের তদন্তকারীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিভিন্ন বস্তুতে বিস্ফোরকের চিহ্ন দেখতে পেয়ে নিশ্চিত হন, এটি একটি নাশকতা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইডেন ও ডেনমার্ক কোনো সন্দেহভাজনকে শনাক্ত করা ছাড়াই তাদের তদন্ত বন্ধ করে দেয়।
এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে জার্মানি একটি জাহাজে অভিযান চালায়। ওই জাহাজটি নর্ড স্ট্রিমে হামলা চালাতে ব্যবহার করা বিস্ফোরক বহন করেছিল বলে সন্দেহ করেছিল তারা।
জার্মানি জাতিসংঘকে জানিয়েছে, তাদের বিশ্বাস প্রশিক্ষিত ডুবুরিরা সাগরের ৭০ থেকে ৮০ মিটার (২৩০-২৬২ ফুট) গভীর দিয়ে যাওয়া পাইপলাইনগুলোতে বিস্ফোরক ডিভাইসগুলো স্থাপন করেছে।