Published : 28 May 2025, 09:58 AM
ইউক্রেইনের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘আগুন নিয়ে খেলছেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ইউক্রেইনের উত্তরপশ্চিমাঞ্চলীয় যুদ্ধের ময়দানে অগ্রগতি লাভ করা রাশিয়া যুদ্ধবিরতি উদ্যোগের বিষয়ে এগিয়ে আসছে না। তারা তিন বছর ধরে চলা যুদ্ধের মধ্যে ইউক্রেইনে অন্যতম প্রাণঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব নিয়ে ক্রমবর্ধমান হতাশার মধ্যে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টের সমালোচনা করেছেন।
মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, “ভ্লাদিমির পুতিন যা উপলব্ধি করতে পারছেন না তা হল আমি যদি না থাকতাম, রাশিয়ায় ইতোমধ্যে অনেক খারাপ ঘটনা ঘটে যেতো, আর আমি বলতে চাইছি সত্যিই খারাপ। তিনি আগুন নিয়ে খেলছেন।”
পুতিনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে গর্ব করা ট্রাম্প আর বিস্তারিত কিছু বলেননি। রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ ট্রাম্পের সামলোচনাকে খারিজ করে দিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স এ ইংরেজিতে মেদভেদেভ লিখেছেন, “পুতিন ‘আগুন নিয়ে খেলছেন’ এবং রাশিয়ায় ‘সত্যিই খারাপ ঘটনা’ ঘটছে, ট্রাম্পের এমন কথা প্রসঙ্গে- আমি শুধু একটিই খারাপ ঘটনার বিষয়ে জানি-তৃতীয় বিশ্বযুদ্ধ। আমার আশা ট্রাম্প এটি বুঝবেন!”
রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছিলেন, পুতিন ‘পুরোপুরি পাগল হয়ে গেছেন’।
শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার ভোর পর্যন্ত ইউক্রেইনজুড়ে রাশিয়ার ছোড়া ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রে অন্তত ১২ জন নিহত ও ডজনের বেশি লোক আহত হয়। ২০২২ সালে পুতিন প্রতিবেশী দেশটিতে সর্বাত্মক অভিযানে নামার পর এক রাতে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। এই হামলার পরই ট্রাম্প ওই মন্তব্য করেছিলেন।
যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে গত সপ্তাহে ট্রাম্প ও পুতিনের মধ্যে দুই ঘণ্টা ফোনালাপ হয়েছে। ওই সময় পুতিন জানিয়েছিলেন, ভবিষ্যৎ শান্তি চুক্তির বিষয়ে ইউক্রেইনের সঙ্গে একটি খসড়া সমঝোতা স্মারক নিয়ে কাজ করতে রাশিয়া প্রস্তুত।
ইউক্রেইনে আকাশপথে সর্ববৃহৎ রুশ হামলার পর পুতিনকে 'পাগল' বললেন ট্রাম্প
পুতিনকে 'পাগল' বলায় ট্রাম্পকে পাল্টা 'আবেগপ্রবণ' বলল রাশিয়া
রাশিয়ার নেতা জানিয়েছিলেন, এই কাজের একটি অংশ হবে সম্ভাব্য যুদ্ধবিরতি নির্ধারণ করা, যার মধ্যে এর সময়সীমাও অন্তর্ভুক্ত থাকবে।
ইউক্রেইন, তার ইউরোপী মিত্ররা ও যুক্তরাষ্ট্র, সবাই পুতিনকে অবিলম্বে অন্তত ৩০ দিন স্থায়ী একটি শর্তহীন যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, সমঝোতা স্মারকটির খসড়া প্রস্তুত করতে কতো সময় লাগতে পারে তা নিশ্চিত করতে পারছে না তারা। মঙ্গলবার ক্রেমলিন জানিয়েছে, তারা এখনও ওই খসড়া প্রস্তুতের কাজ করছে।
ইউক্রেইন ও তাদের ইউরোপীয় মিত্র সরকারগুলো অভিযোগ করে বলেছে, যুদ্ধের ময়দানে অগ্রগতি লাভ করতে থাকায় মস্কো যুদ্ধবিরতি প্রক্রিয়া স্থবির করে রেখেছে।