Published : 04 Jun 2025, 10:24 PM
রাশিয়ার বেশ ভেতরের একাধিক বিমানঘাঁটিতে কৌশলগত বোমারু বিমানের ওপর ইউক্রেইনের হামলার প্রতিক্রিয়ায় রাশিয়া সব ‘সামরিক বিকল্পই বিবেচনা করছে’ বলে জানিয়েছে মস্কো।
হামলায় পশ্চিমা দেশগুলোর সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ করে রাশিয়া কিইভকে সংযত করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি আহ্বানও জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, তিন বছরের যুদ্ধের পরও ইউক্রেইনের যে পাল্টা আঘাতের সক্ষমতা আছে, রুশ কৌশলগত বোমারু বিমানের ওপর ড্রোন হামলাকে তারই প্রমাণ হিসেবে দেখাতে চাইছেন ইউক্রেইনের নেতারা।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তারা বলছেন, সপ্তাহান্তে রুশ সামরিক ঘাঁটিগুলোতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার বোমারু বিমানে ইউক্রেইনের হামলার ব্যাপারে তারা আগে থেকে কিছুই জানতেন না।
ইউক্রেইন মঙ্গলবার ক্রাইমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সড়ক ও রেল যোগাযোগ বন্ধেরও চেষ্টা করেছিল।
এর আগে কিইভ শনিবার যাত্রীবাহী ট্রেনের ওপর একটি হাইওয়ে সেতুও উড়িয়ে দিয়েছিল, বলছে রাশিয়া। ওই ঘটনায় অন্তত ৭ বেসামরিক নিহত হয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইউক্রেইন বিষয়ক দূত বলেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানের ওপর হামলার পর যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।
সপ্তাহখানেক আগে আকাশপথে ইউক্রেইনে রাশিয়ার তুমুল হামলার পর ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিরস্কার করেছিলেন।
“উত্তেজনা বেড়ে যাওয়া ঠেকাতে ব্যবস্থা নিতে লন্ডন ও ওয়াশিংটনের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা,” রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
রিয়াবকভ যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ও অস্ত্র নিয়ন্ত্রণের বিষয় দেখভালের দায়িত্বে আছেন।
“সব বিকল্প টেবিলে রয়েছে। এটা আমাদের সামরিক বাহিনীর হাতে,” ইউক্রেইনের হামলার পর রাশিয়া কী প্রতিক্রিয়া দেখাতে পারে এমন প্রশ্নের জবাবে এমনটাই বলেছেন এ রুশ কর্মকর্তা।
বিমানঘাঁটিতে ইউক্রেইনের সাম্প্রতিক হামলায় পশ্চিমাদের সম্পৃক্ততা আছে, রাশিয়া এমনটা মনে করে কিনা- এ প্রশ্নের জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, পশ্চিমারা অস্ত্র সরবরাহ করেছে, লক্ষ্যবস্তুর কো-অর্ডিনেট দিয়েছে, হামলার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে এবং সক্রিয়ভাবে ইউক্রেইনকে উসকে দিয়েছে।
“কিইভের শাসকদের হাতে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোতে এ ধরনের হামলায় যে পশ্চিমারা প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই জড়িত, এসবেই তা নিশ্চিত হওয়া যাচ্ছে,” বলেছেন তিনি।
রাশিয়া ইউক্রেইনকে হাইওয়ে সেতুতে হামলার জন্য দায়ী করলেও কিইভ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।