Published : 30 May 2025, 11:29 AM
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করতে যাচ্ছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছিল, মার্কিন দূত উইটকফের গাজা নিয়ে নতুন পরিকল্পনা ইসরায়েল ‘মেনে নিয়েছে’, এখন তারা হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন।
তারপর হামাসের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে তাদের অবস্থান সম্পর্কে ধারণা দিলেন।
উইটকফের নতুন পরিকল্পনায় ৬০ দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে হামাসকে ১০ জীবিত জিম্মি ও ১৮ মৃত জিম্মিকে দুই পর্বে মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
কিন্তু এতে যুদ্ধ বন্ধের মতো মূল দাবিগুলো এড়িয়ে যাওয়া হয়েছে বলে মত ওই হামাস কর্মকর্তার। তবে তিনি বলেছেন, হামাস নিয়ম মেনেই আনুষ্ঠানিকভাবে তার প্রতিক্রিয়া জানাবে।
ইসরায়েলি সরকার এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে একাধিক খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জিম্মিদের পরিবারের সদস্যদেরকে জানিয়েছেন যে তিনি উইটকফের প্রস্তাবে রাজি হয়েছেন।
যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হওয়া দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গত ১৮ মার্চ তেল আবিব হামাসের বিরুদ্ধে ফের সামরিক অভিযান শুরু করে এবং গাজায় পূর্ণাঙ্গ অবরোধ দেয়।
তাদের ভাষ্য, তারা হামাসের হাতে থাকা ৫৮ জিম্মিকে ফেরাতেই এসব করছে। ওই জিম্মিদের মধ্যে অন্তত ২০ জন এখনও জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে।
চলতি মাসের ১৯ তারিখ ইসরায়েলি সেনাবাহিনী গাজায় বিস্তৃত সামরিক অভিযানও শুরু করে। এর মাধ্যমে ভূখণ্ডটির ‘সব এলাকার নিয়ন্ত্রণ” নেওয়া হবে বলে জানান নেতানিয়াহু।
পরদিন তিনি বলেন, গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে ইসরায়েল অবরোধ কিছুটা শিথিল করছে এবং গাজায় সীমিত পরিমাণ খাদ্য প্রবেশের অনুমতি দিচ্ছে।
মার্চে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গত ১০ সপ্তাহে গাজায় প্রায় ৪ হাজার লোক নিহত হয়েছে বলে ভূখণ্ডটির হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে।
ইসরায়েলি স্থল অভিযান ও জায়গা খালি করে দেওয়ার নির্দেশের কারণে আরও ৬ লাখ লোককে ঘরছাড়া হতে হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বৈশ্বিক এ সংস্থাটির পৃষ্ঠপোষকতায় চলা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন (আইপিসি) সতর্ক করে বলেছে, আসছে মাসগুলোতে গাজার প্রায় ৫ লাখ মানুষ ভয়াবহ ক্ষুধার মুখোমুখি হতে যাচ্ছে।
বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের কাছে সৌদি মালিকানাধীন আল-অ্যারাবিয়া টিভিতে যে ইসরায়েল ও হামাস নতুন এক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে বলা হচ্ছে, তা ঠিক কিনা তা জানতে চাওয়া হয়।
জবাবে লেভিট বলেন, “আমি কেবল বলতে পারি, বিশেষ দূত উইটকফ এবং প্রেসিডেন্ট যুদ্ধবিরতির একটি প্রস্তাব হামাসকে দিয়েছে, যাতে ইসরায়েলের সমর্থন আছে। হামাসের কাছে পাঠানোর আগে ইসরায়েল ওই প্রস্তাবে সম্মতি জানিয়েছে।
“আমি আরও বলতে পারি, আলোচনা চলছে। আমরা আশা করছি, গাজায় একটি যুদ্ধবিরতি হবে এবং আমরা সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনতে পারবো।”
হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পরে জানান, আগে উইটকফ ও হামাসের হয়ে মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনায় যা যা ঠিক হয়েছিল, তার সঙ্গে নতুন প্রস্তাবের সুস্পষ্ট বিরোধ আছে।
সাময়িক যুদ্ধবিরতি একসময় স্থায়ী যুদ্ধবিরতিতে পরিণত হবে, কিংবা আগের যুদ্ধবিরতির সময় প্রতিদিন গাজায় শত শত ত্রাণবাহী ট্রাক প্রবেশের যে মানবিক ব্যবস্থাপনা ছিল, তা পুনরায় চালু হবে, নতুন প্রস্তাবে এসবের নিশ্চয়তা দেওয়া হয়নি, বিবিসিকে এমনটাই বলেছেন ওই কর্মকর্তা।
তবে হামাস মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা যথারীতি লিখিতভাবেই তাদের জবাব জানাবে, বলেছেন তিনি।