Published : 12 Jun 2025, 02:56 PM
ভারতের আহমেদাবাদ থেকে ২৪২ জন আরোহী নিয়ে লন্ডনে যাওয়ার পথে এয়ার ইনডিয়ার একটি উড়োজাহাজ বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি।
সোশাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দেখা গেছে, এয়ার ইনডিয়ার উড়োজাহাজটি উচ্চতা বাড়াতে না পেরে খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেটি ভূমিতে আছড়ে পড়ে। বিস্ফোরণের পর পরিণত হয় আগুনের গোলায়।
দুর্ঘটনার আগে বিমানটি প্রায় পাঁচ মিনিট ধরে উড়েছিল এবং বেলা ১টা ৩৮ মিনিটে সেটি বিধ্বস্ত হয়।
দূর থেকে বিমানবন্দর এলাকায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স সেখানে ছুটে যায় এবং কয়েকজনকে স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায় ঘটনাস্থলের ভিডিওতে।
এনডিটিভি জানিয়েছে, বিমানবন্দরের কাছে আবাসিক এলাকা মেঘানি নগরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
সোশাল মিডিয়ায় আসা ছবিতে দেখা গেছে, উড়োজাহাজের ধাক্কায় কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়োজাহাজের লেজের অংশ একটি ভবনের ছাদে আটকে থাকতে দেখা গেছে। তখনও ওই অংশে আগুন জ্বলছিল।
এয়ার ইনডিয়া এক বিবৃতিতে বলেছে, তাদের আহমেদাবাদ-লন্ডন রুটের ফ্লাইট এআই ১৭১ দুর্ঘটনার কবলে পড়েছে। তবে সেখানে বিস্তারিত জানানো হয়নি।
Flight AI171, operating Ahmedabad-London Gatwick, was involved in an incident today, 12 June 2025. At this moment, we are ascertaining the details and will share further updates at the earliest on https://t.co/Fnw0ywg2Zt and on our X handle (https://t.co/Id1XFe9SfL).
-Air India…
— Air India (@airindia) June 12, 2025
বিবিসি লিখেছে, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরগামী ওই উড়োজাহাজে যে ২৪২ জন আরোহী ছিল, তার মধ্যে দুইজন পাইলট ও ১০ জন ক্রুও ছিলেন।
আহমেদাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্যের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রানওয়ে ২৩ থেকে বেলা দেড়টার কিছু সময় পর উড়োজাহাজটি বিমানবন্দর ছাড়ে। এরপরই সেটি ‘মে ডে’ সঙ্কেত দেয়, এরপর আর উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
ফ্লাইট রেডার টোয়েন্টিফোরও বলেছে, উড্ডয়নের পরপরই তারা উড়োজাহাজটি থেকে শেষ সঙ্কেত পেয়েছে।
উড়োজাহাজটি চিকিৎসকদের একটি হোস্টেলে আছড়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ। লোকালয়ে বিধ্বস্ত হওয়ায় হতাহতের সংখ্যা বেশি হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।
ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু বলেন, “আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবর পেয়ে আমি স্তম্ভিত ও মর্মাহত। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। আমি নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং বিমান চলাচল ও জরুরি সাড়াদানকারী সব সংস্থাকে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি।”
“উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং চিকিৎসা সহায়তা ও জরুরি সামগ্রী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চলছে। বিমানে থাকা সব যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের জন্য আমার প্রার্থনা রইল।”
উড়োজাহাজ দুর্ঘটনায় ‘স্তব্ধ ও শোকাহত’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে দেওয়া এক পোস্টে হতাহতদের সহায়তায় কাজ করা কর্তৃপক্ষ ও মন্ত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন।
উড়োজাহাজ দুর্ঘটনার ছবিতে দেখা দৃশ্যগুলোকে ‘ভয়াবহ’ অ্যাখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।
উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা নিয়ে ব্রিটিশ রাজা চার্লসকে সার্বক্ষণিক অবহিত করা হচ্ছে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।
বোয়িং তাদের প্রথম বিবৃতিতে বলেছে, “প্রাথমিকভাবে খবরটি জানতে পেরেছি আমরা, আরও তথ্য সংগ্রহে কাজ করছি।”
দুর্ঘটনার পর আহমেদাবাদ বিমানবন্দরের কার্যক্রম ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ রাখা হয়েছে।
যাত্রীদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডার ও ৭ জন পর্তুগালের নাগরিক রয়েছে বলে জানিয়েছে এয়ার ইনডিয়া। বাকিরা সবাই ভারতীয় নাগরিক।
যাত্রী তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানির নামও আছে বলে জানিয়েছে আনন্দবাজার।
এয়ার ইনডিয়া ঢাকা স্টেশন থেকে বলা হয়েছে যে, তারা ঢাকা থেকে কোনো বাংলাদেশির কাছে ওই ফ্লাইটের কোনো টিকিট বিক্রি করেননি।
কেউ লন্ডন থেকে রাউন্ড ট্রিপের টিকিট করতে পারেন। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। যুক্তরাজ্য যেতে ভারতের এয়ারলাইন্সগুলোতে টিকিট কাটলে বাংলাদেশিরা দিল্লি বা মুম্বাই হয়ে যেতে পছন্দ করেন।