Published : 29 Jun 2023, 02:56 PM
সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর অতিথি কর্মসূচির আওতায় হজ ও ওমরাহ পালন করা ৯২ দেশের ৪ হাজার ৯৫১ অতিথির জন্য কোরবানির খরচ বহন করেছেন বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ।
সৌদি গেজেট জানিয়েছে, দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অতিথিদের জন্য এই কোরবানির সমস্ত আয়োজন বন্দোবস্ত করেছে।
ধর্ম বিষয়ক মন্ত্রী আব্দুল্লাহ আল আল-শেখ বলেন, “এই উদ্যোগ বাদশাহর উদারতা ও অনুগ্রহপূর্ণ দানের আরেকটি প্রমাণ।”
এই কর্মসূচির সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন ধর্ম বিষয়ক মন্ত্রী আব্দুল্লাহ আল আল-শেখ।
এবার সৌদি আরবে হজ পালন করতে গিয়েছিলেন দেড় শতাধিক দেশের ১৫ লাখের বেশি মুসলমান। এর মধ্যে বাংলাদেশি রয়েছেন এক লাখের বেশি।
গত মঙ্গলবার হজ পালিত হয়। এরপর বুধবার পশু কোরবানি করে ঈদুল আজহা উদযাপন করেন হাজিরা।
ঈদুল আজহা উপলক্ষে সারা বিশ্বের হজযাত্রী ও মুসলমানদের প্রতি অভিনন্দনও জানিয়েছেন বাদশাহ সালমান।
এক টুইটে তিনি লিখেন, “পবিত্র ঈদুল আজহার আগমনের সঙ্গে আমরা হজযাত্রীদের হজ কবুল করতে এবং আমাদের দেশ, মুসলিম তথা গোটা বিশ্বের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় খোদার কাছে প্রার্থনা জানাই।”