Published : 23 Jan 2025, 09:37 PM
এক ব্যাক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না– এমন প্রস্তাব রেখে নতুন নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, “ব্যাটারিচালিত রিকশা নিয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। প্রস্তাবিত নীতিমালার আলোকে এখন থেকে কোনো ব্যক্তি একাধিক ব্যাটারিচালিত রিকশার মালিক হতে পারবেন না।”
নীতিমালায় ‘যিনি চালক তিনি মালিক’ এ নীতিকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান তিনি।
সাজ্জাত আলী বলেন, “ব্যাটারিচালিত রিকশা কিছু ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলেও অনেক সমস্যা সৃষ্টি করছে। আমাদেরকে এসব সমস্যার সমাধান করতে হবে।”
এসময় তিনি বাস চলার সড়কসহ মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা না চালাতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
সাজ্জাত আলী বলেন, ঢাকা মহানগরের বাইরের ব্যাটারিচালিত রিকশা মহানগরে প্রবেশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিবহন খাতে সকল শ্রেণির চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ডিএমপি কমিশনার সভায় বলেন, “কোনোরকম চাঁদাবাজি বরদাশত করা হবে না। পরিবহন মালিক-শ্রমিক কেউ কাউকে কোনো চাঁদা প্রদান করবেন না।”
কেউ চাঁদা দাবি করলে বিষয়টি পুলিশকে জানাতে অনুরোধ করেন তিনি।
অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনাররা এবং ব্যাটারিচালিত রিকশা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।