Published : 18 Jun 2024, 11:03 AM
রাজধানীর আগারগাঁওয়ে সড়কদ্বীপে গাছের সাথে ধাক্কা খেয়ে এক প্রাইভেটকারের দুই আরোহীর প্রাণ গেছে, আহত হয়েছেন আরো তিনজন।
ঈদের দিন রোববার রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে কাফরুল থানার ওসি ফারুকুল আলম জানান।
তিনি বলেন, “দ্রুত গতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে উঠে যায় এবং গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।”
ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল (৩০)। আহত অবস্থায় হাসপাতালে আছেন আহসান উল্লাহ হক রাতুল (২৭), সাগর (২৮) ও বিপ্লব (৩০)।
ওসি জানান, তারা পরস্পরের বন্ধু এবং সবার বাসা দারুস সালাম এলাকায়। রাব্বির ওষুধের দোকান রয়েছে, আর রাসেল একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করতেন।
আহত সবার অবস্থাই গুরুতর জানিয়ে ওসি বলেন, “প্রাইভেট কারের চালকের আসনে ছিলেন রাতুল। তারা মিরপর ১০ নম্বরের দিক থেকে ফার্মগেইটের দিকে যাচ্ছিলেন। ঈদের রাতে রাস্তা ফাঁকা পেয়ে দ্রুত গতিতে চালাতে গিয়ে তারা এই দুর্ঘটনার কবলে পড়েন।"