Published : 05 Jun 2025, 09:53 PM
ঈদের দুদিন আগে ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে নেই দূরপাল্লার বাস। এ কারণে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো হাজারো যাত্রী।
যাত্রীদের অভিযোগ, কিছু বাস ছাড়লেও সেগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ নিচ্ছে। আর বাসের চালক-হেলপাররা বলছেন, গাজীপুরসহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের কারণে ঢাকায় বাস আসতে দেরি হচ্ছে।
মহাখালী থেকে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল এবং উত্তরবঙ্গের কয়েকটি রুটের বাস চলাচল করে।
এই টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ পরিবহন ঈদের জন্য কোনো অগ্রিম টিকেট বিক্রি করে না। যাওয়ার আগে কাউন্টার থেকে টিকেট কিনতে হয়।
বৃহস্পতিবার ইউনাইটেড, এনা পরিবহনের কাউন্টারের সামনে দেখা গেল যাত্রীদের প্রচণ্ড ভিড়। ওই পরিবহনগুলো আগের নির্ধারিত ভাড়ায় টিকেট বিক্রি করছে।
বৃহস্পতিবার বিকেলে টার্মিনালের সামনের সড়ক, টার্মিনাল ভবন এবং ফাঁকা জায়গায় হাজারো নারী-পুরুষ ও শিশুকে বাসের অপেক্ষায় থাকতে দেখা যায়। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অনেকেই ব্যাগের ওপর বা নিচে কাগজ বিছিয়ে বসে পড়েন।
নেত্রকোণায় যাওয়ার জন্য টার্মিনালে এসেছিলেন শাকিল আহমেদ নামে এক যাত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোনো গাড়ি নাই। প্রায় তিন ঘণ্টার মত এখানে দাঁড়িয়ে আছি। তারা বলে গাড়ি জ্যামে আছে। কিন্তু শুনেছি তারা ভাড়া বেশি নেওয়ার জন্য গাড়ি ছাড়তেছে না।”
আরিফুল হক নামে আরেক যাত্রী বলেন, “কাউন্টার থেকে বলতেছে আবদুল্লাহপুর, গাজীপুর চৌরাস্তায় নাকি গাড়ি আটকে আছে।”
নারায়ণগঞ্জ থেকে আসা সুমাইয়া নামে এক নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা টার্মিনালে এসেছেন দুপুর ১২টায়। দীর্ঘ লাইন শেষে কাউন্টারের সামনে আসার পর আর টিকেট পাচ্ছেন না।
“টিকেট দিতেছিল, এইখানে আসার পর বন্ধ করে দিছে। তারা বলতেছে, টিকেট বুকিং হয়ে গেছে, গাড়ি নাই। সেই দুপুর থেকে এইখানে আছি, টিকেট পাব কি না, বাড়িতে যেতে পারব কি না বুঝতে পারছি না।”
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসা রাজিয়া আকতার নামে আরেক নারী বলেন, ইউনাইটেড পরিবহনের বাসের টিকেটের জন্য কাউন্টারের সামনে দুপুর ২টা থেকে দাঁড়িয়ে আছেন তিনি। কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট পাননি।
“টিকেট দেওয়া বন্ধ করে দিছে। তারা বলে আসতে দিরং হইতেছে, রাস্তায় নাকি জ্যাম।”
ঢাকা-ময়মনসিংহ রুটের ইউনাইটেড পরিবহনের বাসের চালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়মনসিংহ থেকে ফেরার পথে বিভিন্ন জায়গায় যানজট। এ কারণে বেশিরভাগ বাস টার্মিনালে আসতে পারেনি।
“বোর্ড বাজার, চৌরাস্তা, জৈনা বাজার, সিড স্টোর, নয়নপুর সব জায়গায় জ্যাম। আইতেও জ্যাম, যাইতেও জ্যাম এ কারণে গাড়ি আসতে পারতেছে না। প্রশাসনের লোকজন চেষ্টা করতেছে কিন্তু তারা কি করব।”
বাস না পেয়ে অনেকে ট্রাকে করে গন্তব্যে রওনা হয়েছেন। মহাখালী টার্মিনালের উল্টোপাশে সড়কে একটি ট্রাকে ডেকে যাত্রী তুলছিলেন দুজন। তারা বলেন, এই ট্রাক শেরপুর পর্যন্ত যাবে। ভাড়া নিচ্ছেন জনপ্রতি ৫০০ টাকা করে।
“রাস্তায় জ্যামের কারণে কোনো বাস আসতে পারছে না। এ কারণে আমরা এই ট্রাক ঠিক করছি। কোনোভাবে ত বাড়িতে যাইতে হবে।”